scorecardresearch
 

মালদায় রেশনের ২ টাকা kg চালে তৈরি হচ্ছে চোলাই, রমরমে ব্যবসা

মঙ্গলবার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে প্রত্যন্ত এলাকা গড়গড়িয়া বাইসি গ্রামে হঠাৎ হানা দেয় জেলা আবগারি দফতর। হানা দেওয়ার পর চক্ষু চড়কগাছ আবগারি দফতরের কর্তাদের। এলাকার প্রায় প্রতিটি বাড়িতেই মজুত বালতি ভর্তি পচা ভাত, যা দিয়ে তৈরি হচ্ছে চোলাই মদ। আর এই মদ পাচার করা হচ্ছে জেলার বিভিন্ন প্রান্ত তথা ভিন রাজ্যেও।

Advertisement
গ্রামে আবগারি দফতর ও পুলিশের অভিযান গ্রামে আবগারি দফতর ও পুলিশের অভিযান
হাইলাইটস
  • সরকারি ২ টাকা কিলোর চালের ভাত পচিয়ে চোলাই
  • অভিযান চালাল আবগারি দফতর
  • মালদার হরিশ্চন্দ্রপুরের ঘটনা

রেশনের চাল দিয়ে চোলাই মদ তৈরির অভিযোগ মালদায় (Malda)। আর সেই চোলাই মদ পৌঁছে যাচ্ছে জেলার বিভিন্ন প্রান্ত সহ ভিন রাজ্যে। রাজ্য সরকারের ২ টাকা কিলোদরে দেওয়া চাল দিয়ে চোলাই মদ তৈরির অভিযোগ পেয়ে যৌথভাবে অভিযান চালায় আবগারি দফতর ও পুলিশ। উদ্ধার হয় হাজার লিটারেরও বেশি চোলাই মদ। নষ্ট করে দেওয়া হয় চৌলাই তৈরির জন্য রেখে দেওয়া কয়েক কুইন্টাল পচা চাল।  

পচা ভাত
পচা ভাত

জানা গিয়েছে, মঙ্গলবার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে প্রত্যন্ত এলাকা গড়গড়িয়া বাইসি গ্রামে হঠাৎ হানা দেয় জেলা আবগারি দফতর। হানা দেওয়ার পর চক্ষু চড়কগাছ আবগারি দফতরের কর্তাদের। এলাকার প্রায় প্রতিটি বাড়িতেই মজুত বালতি ভর্তি পচা ভাত, যা দিয়ে তৈরি হচ্ছে চোলাই মদ। আর এই মদ পাচার করা হচ্ছে জেলার বিভিন্ন প্রান্ত তথা ভিন রাজ্যেও। এদিন আবগারি দফতরের বিশেষ উদ্যোগে ওই এলাকাযর বেশকিছু বাড়িতে তল্লাশি অভিযান চালান হয়। উদ্ধার করা হয় হাজার লিটারেরও বেশি চোলাই মদ। পুলিশ হানা দিতেই এলাকাছাড়া চোলাই মদ কারবারিরা। 

চোলাই মদের বিরুদ্ধে অভিযান
চোলাই মদের বিরুদ্ধে অভিযান

এই প্রসঙ্গে সামসি রেঞ্জের ডেপুটি এক্সাইজ কালেক্টর গৌতম মুখোপাধ্যায় বলেন, ২ টাকা কিলোদরে রাজ্য সরকারের দেওয়া চাল দিয়েই এই চোলাই মদ তৈরি করা হচ্ছে। আদিবাসীরা নিজেদের জন্য এই মাদক তৈরি করছে বলে প্রথমে খবর পান আবগারি দফতরের কর্তারা। পরে জানা যায় সেই মদ বাইরেও পাচার করা হচ্ছে। অর্থাৎ বাণিজ্যিকভাবে তৈরি করা হচ্ছে চোলাই মদ। অভিযান চালিয়ে এলাকা থেকে প্রচুর পরিমান মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পরবর্তী সময়েও এই ধরনের অভিযান চলবে বলে জানান গৌতম মুখোপাধ্যায়। 

Advertisement

 

Advertisement