scorecardresearch
 

নিউটাউনে ভয়ানক কাণ্ড! তুতো ভাইকে কুপিয়ে খুন করে থানায় আত্মসমর্পণ দাদার

নৃশংস হত্যাকাণ্ড নিউটাউনে। তুতো সম্পর্কের ভাইকে হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করল দাদা। জানা গিয়েছে, সম্পত্তির জেরে দুই পরিবারের অশান্তি ছিল। তার জেরেই এই ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে ইকো পার্ক থানার পুলিশ।

Advertisement
নিউটাউনে খুন নিউটাউনে খুন
হাইলাইটস
  • নৃশংস হত্যাকাণ্ড নিউটাউনে
  • তুতো ভাইকে কুপিয়ে খুনের অভিযোগ
  • থানায় আত্মসমর্পণ মূল অভিযুক্তের

নৃশংস হত্যাকাণ্ড নিউটাউনে। তুতো সম্পর্কের ভাইকে হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করল দাদা। জানা গিয়েছে, সম্পত্তির জেরে দুই পরিবারের অশান্তি ছিল। তার জেরেই এই ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে ইকো পার্ক থানার পুলিশ।

নিউটাউনে খুন

এলাকাবাসীদের দাবি, মঙ্গল ঘোষ ও তার তুতো সম্পর্কের ভাই সাধন ঘোষের পরিবারের সঙ্গে বিবাদ বহুদিনের ছিল। সম্পত্তি নিয়ে সাধারণত বিবাদ চলত দুই পরিবারে।  বৃহস্পতিবার সম্পত্তি নিয়ে ফের বচসা শুরু হয়। অভিযোগ, এই সময়ে মঙ্গল ও সাধনের মধ্যেও বাকবিতণ্ডা হয়। সেই সময়ে মঙ্গল ছুরি দিয়ে এলোপাথারি কোপাতে থাকে সাধন। কিছুক্ষণের মধ্যে সাধনের মৃত্যু হয়। জানা গিয়েছে, এর পরেই ইকো পার্ক থানা এলাকায় যান মঙ্গল। সেখানে গিয়ে পুলিশের কাছে নিজের অপরাধের কথা জানায়। এরপরেই পুলিশ ঘটনাস্থল ছুটে যায়। মৃতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন,  নাবালিকাকে যৌন নির্যাতন করে খুন, ৩ জনকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ

সম্পত্তিগত বিবাদের জেরেই এই খুন

ইতিমধ্যে আশেপাশে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে স্থানীয়দের দাবি, সম্পত্তিগত বিবাদের জেরেই এই খুন। ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। বিশেষত, এই খুনের ঘটনায় অভিযুক্ত নিজেই পুলিশের কাছে এসে আত্মসমর্পণ করেছে। ফলে স্বাভাবিক ভাবেই এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার সকালেও দুই ভাইয়ের মধ্যে বিবাদ চরমে ওঠে। সেই সময়েই মঙ্গল আর তুতো ভাইয়ের উপরে হামলা চালায় বলে অভিযোগ। ইতিমধ্যে স্থানীয় বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

তদন্ত শুরু পুলিশের

অন্যদিকে, জোড়াবাগানেও উদ্ধার হয়েছে এক নাবালিকার দেহ। যৌন নির্যাতন করে গলা টিপে ওই নাবালিকাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। সেই ঘটনায় ওই এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে এসেছে কলকাতা পুলিশে হোমিসাইড শাখাও। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা গিয়েছে। তবে খাস কলকাতার কাছেই দুইটি হত্যাকাণ্ডে স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য বাড়িয়েছে।

Advertisement

Advertisement