নাবালিকাকে ধর্ষণ ও পরে তার মৃত্যুর ঘটনার প্রতিবাদে নদিয়ার হাঁসখালিতে (Nadia Hanskhali) বিজেপির ডাকে পালিত হচ্ছে ১২ ঘণ্টার বনধ। বন্ধ রয়েছে দোকানপাট। তবে যানবাহন চলছে। এদিকে ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের ছেলেকে গ্রেফতার করেছ পুলিশ। তাকে আজ আদালতে তোলা হবে।
প্রসঙ্গত, জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নাবালিকা প্রেমিকাকে মদ্যপান করিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে প্রেমিকের বিরুদ্ধে। অভিযুক্ত প্রেমিকের নাম সোহেল গোয়ালি। অভিযুক্ত সোহেলের বাবা সমরেন্দ্র গোয়ালি পঞ্চায়েত সদস্য বলে জানা গিয়েছে। মঙ্গলবার ভোরে মৃত্যু হয় ওই নাবালিকার। অভিযোগ, সোহেল গোয়ালির পরিবারের চাপেই ময়নাতদন্ত না করিয়ে দেহের শেষকৃত্য করতে বাধ্য হয় মৃতার পরিবার।
শুধু তাই নয়, ওই পঞ্চায়েত সদস্য ও তার ছেলে এলাকায় বিভিন্ন অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত বলেও অভিযোগ। তাদের ভয়ে ভীতসন্ত্রস্ত এলাকাবাসী। এমনকি এর আগে একাধিকবার পুলিশকে জানিয়েও কোনও কাজ হয়নি বলে দাবি স্থানীয়দের।
ঘটনা জানাজানি হওয়ার পরেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সক্রিয় হয় পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্ত সোহেল গোয়ালিকে। ঘটনার প্রতিবাদে এলাকায় বনধ ডাকে বিজেপি (BJP)। অন্যদিকে এই ঘটনাকে হাথরাসকাণ্ডের সঙ্গে তুলনা করেছে এসইউসিআই(সি)। প্রতিবাদে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে আজ দুপুর দেড়টা নাগাদ রাজভবনের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে তারা। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানানো হয়েছে। এদিকে ঘটনায় ইতিমধ্যেই একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। আগামিকাল শুরু হতে পারে মামলার শুনানি।