scorecardresearch
 

ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে হাওড়ায় অবরোধ, পুলিশের 'লাঠিচার্জ'

পুকুর থেকে নিখোঁজ কলেজ ছাত্রীর দেহ উদ্ধারের (Student Body Recover) ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ অবরোধ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল হাওড়ায় (Howrah) সাঁকরাইল এর পোদরায়। অবরোধ তুলতে গেলে পুলিশের (Police) সঙ্গে বচসা শুরু হয় বিক্ষোভকারীদের। অভিযোগ, এরপর অবরোধকারীদের ওপর ব্যাপক লাঠি চার্জ করে পুলিশ। নতুন করে যাতে এলাকায় উত্তেজনা না ছড়ায় তার জন্য মোতায়েন করা হয়েছে পুলিশ পিকেট। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • নিখোঁজ ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনা
  • হাওড়ায় রাস্তা অবরোধ স্থানীয়দের
  • অবরোধ তুলতে পুলিশের 'লাঠিচার্জ'

পুকুর থেকে নিখোঁজ কলেজ ছাত্রীর দেহ উদ্ধারের (Student Body Recover) ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ অবরোধ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল হাওড়ায় (Howrah) সাঁকরাইল এর পোদরায়। অবরোধ তুলতে গেলে পুলিশের (Police) সঙ্গে বচসা শুরু হয় বিক্ষোভকারীদের। অভিযোগ, এরপর অবরোধকারীদের ওপর ব্যাপক লাঠি চার্জ করে পুলিশ। নতুন করে যাতে এলাকায় উত্তেজনা না ছড়ায় তার জন্য মোতায়েন করা হয়েছে পুলিশ পিকেট। 

গত শনিবার এলাকার একটি পুকুরে ভাসতে দেখা যায় ওই কলেজ ছাত্রীর দেহ। যার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরিবারের তরফে জানা যায়, গত ৫ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন ওই ছাত্রী। মিসিং ডায়েরিও করে ছাত্রীর পরিবার। তারপরেই শনিবার পুকুরে ভাসতে দেখা যায় তাঁর দেহে। মৃতার পরিবারের অভিযোগ, খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে তাদের মেয়ের দেহ। 

ওই ঘটনার পরেই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে নাজিরগঞ্জ থানা ঘেরাও করেন স্থানীয়রা। পাশাপাশি, সত্যেন বোস রোডও অবরোধ করা হয়। বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ দেখান হয়। তাঁদের অভিযোগ, পুলিশকে নিখোঁজের ব্যাপারে অভিযোগ জানানো হলেও তারা কোনও ব্যবস্থা নেয়নি। পুলিশ ব্যবস্থা নিলে এমন ঘটনা আটকানো যেত। সেদিনও অবিলম্বে দোষীদের খুঁজে বের করে গ্রেফতাদের দাবি জানান স্থানীয়রা। 

কিন্তু তারপর দুদিন কেটে গেলেও ঘটনার কোনও কিনারা না হওয়ায় এদিন ফের অবরোধে নামেন স্থানীয়রা। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে এদিন সকালে পথ অবরোধ করেন তাঁরা। দোষীদের গ্রেফতাদের দাবিও জানান হয়। এরপর ফের সন্ধ্যায় শুরু হয় অবরোধ। তখনই ঘোরালো হয়ে ওঠে পরিস্থিত। অবরোধ তুলতে গিয়ে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। এলাকাবাসীর হুঁশিয়ারি, দোষীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। 


 

Advertisement
Advertisement