scorecardresearch
 

Purulia : পুরুলিয়ায় ৪ সন্তানকে বেধড়ক মার মদ্যপ বাবার, প্রাণ গেল ১ শিশুর

স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছিল। সেই সময় রাগের বশে চার সন্তানকে বেধড়ক মারধর স্বামীর। যার জেরে প্রাণ গেল একজনের। ঘটনা পুরুলিয়ার। এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যায়, ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ব্যক্তি।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছিল
  • সেই সময় রাগের বশে চার সন্তানকে বেধড়ক মারধর স্বামীর

স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছিল। সেই সময় রাগের বশে চার সন্তানকে বেধড়ক মারধর স্বামীর। যার জেরে প্রাণ গেল একজনের। ঘটনা পুরুলিয়ার। এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যায়, ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ব্যক্তি। 

ঘটনা শুক্রবার রাতের। অভিযোগ, সেদিন রাতে মদ খেয়ে বাড়ি ফেরে প্রভাস মাহাতো। তার সঙ্গে স্ত্রীর ঝামেলা শুরু হয়। সেই সময় প্রভাস তার ৩ কন্যা ও এক পুত্র সন্তানকে মারধর করে। মারধর এতটাই করে যে সেখানেই অসুস্থ হয়ে পড়ে শিশুরা। 

জানা যায়, প্রতিটি শিশু মাথায় আঘাত পায়। গ্রামটি পুরলিয়ার রাঁচি সংলগ্ন। তাই তাদের বাচ্চাদের RIMS-এ নিয়ে যাওয়া হয়। সেখানে এক শিশুর মৃত্যু হয়। বাকিদের মদ্য়ে বছর দশেকের এক কন্যা সন্তান এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তাকে ভেন্টিলেটরে রাখা হয়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরাও তাকে নিয়ে চিন্তিত। অপর দুইজন মাথায় ক্ষত নিয় এখনও হাসপাতালে ভর্তি।  

আরও পড়ুন

পরিবারের তরফে জানানো হয়েছে, প্রভাস মাহতো মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে। তার স্ত্রীর সঙ্গে বচসা শুরু হয়। অভিযোগ, প্রভাস প্রথমে স্ত্রীকে মারধর করে। সেই মহিলা কোনওরকমে স্বামীর রোষের হাত থেকে বেঁচে পালিয়ে যায়। তখনই সন্তানদের উপর আক্রমণ করে প্রভাস।

স্থানীয় বাসিন্দাদের তরফে আরও জানা যায়, খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় টামনা থানার পুলিশ। চার শিশুর মধ্যে তিনজন প্রাণে বাঁচলেও শুক্রবার গভীর রাতে সাত বছরের একজন মারা যায়। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে। 

TAGS:
Advertisement