scorecardresearch
 

Malda : মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্টের অভিযোগ, মালদায় শোরগোল

অভিযোগ, চাঁচলের কংগ্রেস কর্মী মোজাম্মেল হক ও CPIM কর্মী শফিকুল আলম তাদের ফেসবুক অ্যাকাউন্টে এই ছবি পোস্ট করেন। পুলিশ সূত্রে খবর, কয়েকদিন ধরে তারা তাদের ফেসবুক প্রোফাইলে মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করে সোশাল মিডিয়ায় পোস্ট করে চলেছে।

Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি) মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)
হাইলাইটস
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করে সোশাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগ
  • ঘটনায় আটক ২
  • তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করে সোশাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে মালদার চাঁচলে আটক  কংগ্রেস ও CPIM-এর দুই কর্মী। অভিযুক্তদের বিরুদ্ধে  মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে কুরুচিকর মন্তব্য করার অভিযোগও রয়েছে ৷ তাদের আটক করে থানায় নিয়ে আসে চাঁচল থানার পুলিশ।
      
অভিযোগ, চাঁচলের কংগ্রেস কর্মী মোজাম্মেল হক ও CPIM কর্মী শফিকুল আলম তাদের ফেসবুক অ্যাকাউন্টে এই ছবি পোস্ট করেন। পুলিশ সূত্রে খবর, কয়েকদিন ধরে তারা তাদের ফেসবুক প্রোফাইলে মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করে সোশাল মিডিয়ায় পোস্ট করে চলেছে। ওই পোস্টেই মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করা হয় বলে অভিযোগ। 

দায়ের করা অভিযোগ
দায়ের করা অভিযোগ

পোস্টটি প্রকাশ্যে আসার পরই চাঞ্চল্য ছড়ায় তৃণমূল শিবিরে। এই নিয়ে মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে সরব হন চাঁচল ১ নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। অভিযোগ পাওয়ার পর ওই ২ জনকে আটক করে পুলিশ। 
         
এই বিষয়ে অভিযোগকারী তথা মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বাবু সরকার বলেন, 'দু'দিন ধরে সোশাল মিডিয়ায় দেখতে পাচ্ছি কংগ্রেসের মোজাম্মেল হক ও CPIM-এর শফিকুল আলম নামে দুই ব্যক্তি নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রীর ছবি বিকৃতি করে একটি পোস্ট করেন। বিষয়টি আমাদের নজরে আসতে আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে চাঁচল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।'

 

Advertisement