scorecardresearch
 
Advertisement

Basirhat Shootout: বসিরহাটে তৃণমূলকর্মীকে গুলির ঘটনায় গ্রেফতার দুই, দেখুন শ্যুট আউটের CCTV ফুটেজ

Basirhat Shootout: বসিরহাটে তৃণমূলকর্মীকে গুলির ঘটনায় গ্রেফতার দুই, দেখুন শ্যুট আউটের CCTV ফুটেজ

বসিরহাটে তৃণমূলকর্মীকে গুলির ঘটনায় দুই জনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতে বসিরহাটের পিফা বাজারে শ্যুটআউটের ঘটনা ঘটে। আলতাব মালী নামে এক যুবক গুলিবিদ্ধ হন। বসিরহাট থানার পিফা গ্রাম পঞ্চায়েতের বাঁশতলা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। থানায় চারজনের নামে অভিযোগ দায়ের হয়। পুলিশ দুজনকে গ্রেফতার করে। ধৃতদের একজনের নাম জিয়ারুল গাজি অপর আরেকজনের নাম তয়েব আলী মন্ডল এদের দুইজনকে চার দিনের পুলিশ হেফাজত চেয়ে বসিরহাট মহাকুম আদালতে তোলা হয়।মূল অভিযুক্ত আইয়ুব গাজি এখনও অধরা।

Advertisement