scorecardresearch
 
Advertisement

Liquor Seized: সিকিম থেকে বেআইনিভাবে পাচার হওয়া ১১ লাখ টাকার মদ আটক

Liquor Seized: সিকিম থেকে বেআইনিভাবে পাচার হওয়া ১১ লাখ টাকার মদ আটক

শিলিগুড়িতে আবগারি দফতর প্রায় ১১ লাখ টাকার মদ আটক করল। সিকিম থেকে এগুলি বেআইনিভাবে পশ্চিমবঙ্গে পাচার হচ্ছিল। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। জলপাইগুড়ি বিভাগের আবগারি বিশেষ কমিশনার সুজিত দাস বলেছেন যে তারা মঙ্গলবার একটি টিপ অফের ভিত্তিতে কাজ করেছিলেন যে একটি পিক আপ ভ্যান সিকিম থেকে জোরেথাং হয়ে পশ্চিমবঙ্গে শুল্কহীন মদ পাচার করবে। সেই মতো তাদের ধরা হয়। তিনি জানান, আসন্ন উৎসবের মরসুমকে সামনে রেখে পুলিশ বিভাগ নজরদারি বাড়াবে।

Advertisement