এবার স্মার্ট ফোনের (Smart Phone) দাপটে সংসারের গোপনীয়তা হারাতে বসেছেন চুঁচুড়া (Chinsura) বঙ্কিম কাননের বাসিন্দা পেশায় ওষুধ ব্যাবসায়ী সুশান্ত চ্যাটার্জী। বিগত ৪দিন ধরে এই পরিবারেই নেমে এসেছে আতঙ্ক। ইতিমধ্যে সুশান্তবাবুর কটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেখানে কত টাকা আছে তাও নির্ভুলভাবে হোয়াটঅ্যাপ (Whatsapp) চ্যাটে ফুটে উঠেছে। হোয়াটঅ্যাপ হ্যাক হয়েছে বুঝে সুশান্তবাবু একাধিক নতুন মোবাইল কিনেছেন। তাতে সিমও নতুন ভরেছেন। পাল্টেছেন মেল আইডিও। কিন্তু কিছুতেই রেহাই নেই। সুশান্ত বাবুর বাড়ির সামনে কি লেখা আছে, গ্যারেজে কি রং-এর গাড়ি রয়েছে সব তথ্যই নির্ভুলভাবে হোয়াটঅ্যাপ চ্যাটে ফুটে উঠছে। ইতিমধ্যে তিনি প্রথমে চুঁচুড়া থানা ও পরে চন্দননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছেন। কিন্তু কোনও সুরাহা মেলেনি এখনও।