scorecardresearch
 
Advertisement

Rajasthan Gold Shop Robbery: ভরসন্ধেয় ব্যবসায়ীকে মেরে সোনার দোকানে চলল ডাকাতি, CCTV ফুটেজ দেখে আতঙ্ক

Rajasthan Gold Shop Robbery: ভরসন্ধেয় ব্যবসায়ীকে মেরে সোনার দোকানে চলল ডাকাতি, CCTV ফুটেজ দেখে আতঙ্ক

সোনার দোকানে ডাকাতি। দোকানদারকে গুলি করে খুন করল দুর্বৃত্তরা। গুরুতর আহত তাঁর ভাই। ঘটনাটি রাজস্থানের ভিওয়াড়ির। সোনার দোকানের সিসিটিভি ক্যামেয়ার ধরা পড়েছে ডাকাতির দৃশ্য। যার পর প্রশ্নের মুখে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের নিরাপত্তা। ঘটনায় বিজেপি সরকারের দিকে আঙুল তুলেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

Advertisement