'রাত দখল' আন্দোলন চলাকালীন আরজি কর হাসপাতালে জরুরি বিভাগে একদল দুষ্কৃতী এসে ভাঙচুর করে। ভিতরে ঢুকে তারা ভাঙচুর করে। আক্রান্ত হয় সংবাদমাধ্যম। এদের আটকাতে গেলে পুলিশের সঙ্গে এদের খণ্ডযুদ্ধ চলে। দুষ্কৃতীরা পুলিশের গাড়িও ভাঙচুর করে। উল্টে দেওয়া হয় পুলিশের গাড়ি। দুষ্কৃতীরা হাতে লাঠি নিয়ে হাসপাতালে ঢোকে। আক্রান্ত হন পুলিশ কর্মীরাও। ৩০-৩৫ জন দুষ্কৃতী মিশে তাণ্ডব চালাল হাসপাতালে। ভাঙা হল চেয়ার, আন্দোলনকারীদের মঞ্চ, জরুরি বিভাগের সরঞ্জাম। প্রায় মিনিট ২০ ধরে চলে তাণ্ডব। হামলাকারীদের ঠেকাতে কাঁদানে গ্যাসের শেল ছুড়তে হয় পুলিশকে। আরজি কর হাসপাতালে কীভাবে ভাংচুর চালিয়েছে দুষ্কৃতিরা দেখুন...