scorecardresearch
 
Advertisement

Coochbehar Double Murder: কোচবিহারে ভয়ঙ্কর ঘটনা, একই বাড়িতে জোড়া মৃতদেহ, খোঁজ চলছে ছেলে প্রণবের

Coochbehar Double Murder: কোচবিহারে ভয়ঙ্কর ঘটনা, একই বাড়িতে জোড়া মৃতদেহ, খোঁজ চলছে ছেলে প্রণবের

কোচবিহারে একই বাড়ি থেকে জোড়া মৃতদেহ উদ্ধার। সোমবার ঘটনাটি ঘটে জেলার ডাউয়াগুড়ির বৈশ্যপাড়ায়। এদিন ঘরের ভেতরে শো কেসে কম্বল দিয়ে পেঁচানো অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। জানা গেছে ওই বাড়ির কর্তা বিজয় বৈশ্য। ঘটনার তদন্তে নেমে পুলিশ বাড়ির সেপটিক ট্যাংকের ভিতর থেকে আরও একটি দেহ উদ্ধার করে। দ্বিতীয় দেহটি কার সেটা প্রথমে বুঝতে পারেনি পুলিশ। পরে জানা যায়, মাসখানেক আগে থেকে নিখোঁজ ওই বাড়িরই এক বাসিন্দা গোপাল রায়ের মৃতদেহ ওটি। পুলিশ ওই বাড়ির ছেলে প্রণব বৈশ্যকে সন্দেহ করছে এই খুনের ঘটনায়।

Advertisement