কলকাতার ওয়াটগঞ্জ এলাকা থেকে উদ্ধার মহিলার টুকরো করা দেহ। মঙ্গলবার শহরের এক পরিত্যক্ত বাড়ি থেকে কালো প্লাস্টিকে মোড়ানো দেহাংশ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, একাধিক দেহাংশ এখনও পাওয়া যায়নি। ওয়াটগঞ্জ এলাকার সত্য ডক্টর লেনে এই পরিত্যক্ত বাড়ি। বহুদিন কেউ থাকে না। পাঁচিল দিয়ে ঘেরা। সেখানে কেউ প্রবেশও করে না। সেই বাড়িতেই মঙ্গলবার কয়েকটা কালো প্লাস্টিক পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তার থেকে কটূ গন্ধও বের হচ্ছিল। তাতেই সন্দেহ হয় তাঁদের। খবর দেন পুলিশে। পুলিশ গিয়ে প্যাকেট খুলতেই তাতে মহিলার শরীরের দেহাংশ বেরিয়ে আসে। পুলিশের ডেপুটি কমিশনার হরিকৃষ্ণ পাই এবং হোমিসাইড শাখা ঘটনাস্থলে হাজির হয়।