scorecardresearch
 
Advertisement
দেশ

Monsoon: কেরলে ঢুকে পড়লো মৌসুমী বায়ু, বাংলায় এবার কেমন পড়বে বর্ষার কৃপাদৃষ্টি?

Monsoon
  • 1/9

আবহাওয়া দফতর  আগে পূর্বাভাস দিয়েছিল  ৩১ মে কেরলে বর্ষা আসছে। কিন্তু পরে জানায় ঘূর্ণিঝড়ে রুদ্ধ হয়েছে মৌসুমীবায়ুর গতিপথ। তাই স্থলভাগে প্রবেশ করতে আরও খানিকটা সময় লাগবে।
 

Monsoon
  • 2/9

তবে আবহাওয়া দফতর জানিয়েছিল ৩ জুনের মধ্যে ভারতে প্রবেশ করবে বর্ষা। হলও তাই। বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু কেরলের দক্ষিণ ভাগে ঢুকে পড়েছে বলে জানালেন IMD ডিজি এম মহাপাত্র।

Monsoon
  • 3/9

সাধারণত প্রতি বছর ১ জুন বর্ষা প্রবেশ করে কেরলে। এবার তার ২ দিন পরেই তার আগমন ঘটলো। তবে মৌসুমী বায়ু কেরলে স্বাভাবিক সময়েই ঢুকেছে বলে জানিয়েছে  আবহাওয়া দফতর। 

Advertisement
Monsoon
  • 4/9

এদিকে বর্ষা ঢোকার আগেই কেরলে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। বুধবার থেকেই বৃষ্টির পরিমাণ বেড়েছে দক্ষিণের রাজ্যটিতে ৷ কেরল জুড়েই মেঘলা আবহাওয়া। মৌসুমী বায়ু প্রবেশের পর  আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ 

Monsoon
  • 5/9

তামিলনাডু এবং কর্ণাটকেও ইতিমধ্যে প্রাক  বর্ষার বৃষ্টি শুরু হয়েছে।
 

Monsoon
  • 6/9

এদিকে বাংলাতেও প্রাক বর্ষার বৃষ্টি চলছে। আরও তিনদিন এই বৃষ্টি চলবে। তবে পশ্চিমবঙ্গে  ৮ থেকে ১২ জুনের মধ্যে বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে বলেই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।
 

Monsoon
  • 7/9

এবারের বর্ষায় দেশের অন্যান্য জায়গায় স্বাভাবিক বৃষ্টি হবে বলেই আশ্বাসবাণী দিচ্ছে মৌসম ভবন। তবে  দেশে স্বাভাবিক বৃষ্টি হলেও উত্তর-পূর্বের রাজ্যগুলিতে কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জুন থেকে সেপ্টেম্বর মাসের বর্ষাকালীন পূর্বাভাসে ইঙ্গিতই মিলেছে। 

Advertisement
Monsoon
  • 8/9

এই পূর্বাভাসে অনেকেরই কপালে ভাজ পড়েছে। কারণ মৌসম ভবনের হিসেবে পশ্চিমবঙ্গও উত্তর-পূর্বাঞ্চলের মধ্যেই পড়ে। ফলে পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে ঝাড়খণ্ড, বিহার এবং পশ্চিমবঙ্গে স্বাভাবিকের কিছুটা কম বৃষ্টি  হতে পারে। এ রাজ্যের বীরভূম মুর্শিদাবাদ মালদা-সহ বেশ কিছু জেলায় স্বাভাবিকের নীচে থাকবে গড় বৃষ্টিপাতের পরিমাণ। 
 

Monsoon
  • 9/9

তবে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানাচ্ছেন, আশঙ্কার কোনও কারম নেই, পশ্চিমবঙ্গে এবার স্বাভাবিক বর্ষণই হবে। অঞ্চল ভিত্তিক হিসেবে স্বাভাবিকের থেকে কম বৃষ্টির কথা বলা হয়েছে। 


 

Advertisement