ভয়ানক আগুন পুণের সিরাম ইনস্টিটিউটে। মৃত্যু হয়েছে ৫ জনের। তবে সমস্ত কোভিশিল্ড সুরক্ষিত রয়েছে বলে জানা গিয়েছে। কীভাবে লাগল এই আগুন, জানুন গোটা ঘটনার ইতিবৃত্ত (সব ছবি পিটিআই)
রাত ২:২৫ -প্রথম লাগুন লাগে সিরামের বিল্ডিংয়ে। ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। ফায়ার স্প্রেও হতে শুরু করে। রাত ২:৩৩ দমকল বিভাগে ফোন করে আগুন লাগানোর কথা জানানো হয়। ২:৪০ আসে দমকলের ৪টি ইঞ্জিন।
রাত ৩:৩৫-এ ৬ জনকে উদ্ধার করা হয়। ৩:৪৫-এ আসেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। ভোর ৪:৪৫-এ ১৬টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তখন কালো ধোঁয়া বের হতে থাকে।
ভোর ৫:৫০ সেরামের ৫ তলায় ৫ জনের মৃতদেহ উদ্ধার হয়। সেরামের অফিসে বাতানকূল ব্যবস্থার জন তারা কাজ করছিলেন বলে জানা গিয়েছে।
ভোর ৬:৩০ ৬ নম্বর তলায় আবার আগুন ধরে যায়। দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল ৭:৫৯ মিনিটে মৃতদের পরিবারকে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করে সিরাম।
সকাল ৮:০৫ এ উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার আসেন ঘটনাস্থলে। ৮:৪০ -এ গোটা ঘটনাট সঠিক তদন্তের আশ্বাস দেন তিনি।