সোমবার পশ্চিমবঙ্গ-সহ ১৫ রাজ্যে পালন করা হচ্ছে 'খেলা হবে' দিবস। ত্রিপুরা, গুজরাতের মতো রাজ্যও আছে তালিকায়। তবে গুজরাতে 'খেলা হবে' দিবস নিয়ে বিতর্ক দানা বেঁধেছে।
কারণ, বাকি সব রাজ্যের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গড় গুজরাতেও 'খেলা হবে' দিবস পালনের কথা ছিল তৃণমূল কংগ্রেসের। তারই পদক্ষেপ হিসেবে তারা একটি ফুটবল ম্যাচের আয়োজন করেছিল সেই রাজ্যে।
গান্ধিজি এবং নেতাজির নামে দুটি ফুটবল টিম তৈরি করে সেখানে ফুটবল ম্যাচ করানোর পরিকল্পনা ছিল TMC-র। সেজন্য একটি স্থানীয় স্কুলের অনুমতিও নেয়। কিন্তু গতকাল স্কুল কর্তৃপক্ষ জানিয়ে দেয়, প্রশাসনের অনুমতি না পাওয়ায় স্কুলের তরফ থেকে খেলা হবে দিবস পালনের অনুমতি বাতিল করা হচ্ছে।
এই নিয়ে BJP-র বিরুদ্ধে সুর চড়িয়েছে TMC। গুজরাতে তৃণমূলের নেতা জীতেন্দ্র বলেন, 'আমাদের আগে থেকেই ফুটবল ম্যাচ আয়োজন করা ছিল। সেই মতো অনুমতিও নিয়েছিলাম। কিন্তু, আমাদের কর্মসূচি বাতিল করে দেওয়া হয়। আমাদের মনে হয়, গুজরাতের শাসকদল ভয় পেয়ে এই ম্যাচ বন্ধ করেছেন। আর প্রশাসনও বাতিল করেছে ম্যাচ।'
এই নিয়ে তৃণমূলের সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, 'কেন গুজরাতে আমাদের খেলা হবে দিবস পালন করতে দেওয়া হল না তা জলের মতো পরিষ্কার। বিজেপির নেতারা কথায় কথায় বিবেকানন্দের কথা বলেন। অথচ তাঁরা জানেন না সেই বিবেকানন্দই ফুটবল খেলায় উৎসাহ দিতেন সবাইকে।'
গুজরাতে শেষ মুহূর্তে তৃণমূলের অনুমোদন বাতিল করা হলেও ত্রিপুরা-জুড়ে একাধিক জায়গায় 'খেলা হবে' দিবস উদযাপন করছে তৃণমূল। এই রাজ্যেপ বিভিন্ন জেলায় দিনটি পালন করা হচ্ছে। খেলা হবে দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি ৷