scorecardresearch
 
Advertisement
দেশ

করোনার হানা থেকে রাম মন্দিরের ভূমিপুজো, ফিরে দেখা দেশের ১০

রাম মন্দিরের ভূমিপুজোতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
  • 1/10

দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে সুপ্রিমকোর্টের নির্দেশ মেনে রাম মন্দিরের ভূমি পুজো হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও রাষ্ট্রীয় স্বয়ম সেবক সংঘের প্রধান মোহন ভাগবত।  
 

থার্মাল স্ক্রিনিং
  • 2/10

দেশের প্রথম করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায় কেরলে। চিনের উহান ইউনিভার্সিটিতে পড়াশোনো করত ওই ছাত্র। চিন থেকে ভারতে আসতেই তাঁর শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। যার জেরে ১৫ জানুয়ারির পর যারা চিন থেকে ভারতে এসেছেন তাদের কোভিড টেস্ট আবশ্যিক করা হয়।
 

সিএএ ও এনআরসি-র বিরুদ্ধে প্রতিবাদ
  • 3/10

এনআরসি ও সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদে সরব হয় দেশ। দেশের একাধিক জায়গায় জ্বলে ওঠে আগুন। সব থেকে আক্রমণাত্বক প্রতিবাদ হয় দিল্লিতে। পশ্চিমবঙ্গে একাধিক জায়গায় কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে সরব হয় বিরোধীরা। 
 

Advertisement
অরবিন্দ কেজরিওয়াল
  • 4/10


দিল্লি নির্বাচনে বিজেপির জোরদার প্রচারের পরও ফের ক্ষমতায় এল আম আদমির সরকার। মুখ্য়মন্ত্রী হলেন অরবিন্দ কেজরিওয়াল। রাজনৈতিক মহলের বক্তব্য়, দিল্লিতে হিংসার প্রভাব পড়লেও কেজরিওয়ালের শিক্ষা ব্যবস্থায় আস্থা রেখেছে রাজধানীবাসী। তারই ফল পেয়েছে আপ।
 

 নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্প
  • 5/10

'নমস্তে ট্রাম্প' ঘিরে বিশাল আয়োজন। আহমদাবাদের মোতেরা স্টেডিয়ামে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্প। পরে ভিড়ে ঠাসা সেই অনুষ্ঠানের কারণেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে বলে অভিযোগ করেন বিরোধীরা।
 

নরেন্দ্র মোদী
  • 6/10

দেশে করোনা আতঙ্কের জেরে ২১ দিনের লকডাউন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার পর একে একে সামাজিক দূরত্ব,স্যানিটাইজার,থার্মাল গানের সঙ্গে পরিচিতি ঘটে দেশবাসীর। রাতারাতি ঘরবন্ধ হয়ে পড়ে দেশবাসী।

নীতীশ কুমার
  • 7/10


সব জল্পনার অবসান। ফের বিহারের গদিতে নীতীশ কুমার। বিজেপির-নেতৃত্বাধীন এনডিএ ২৪৩ টি আসনের মধ্য়ে ১২৫ টি আসন পায়। মহাজোট পায় ১১০টা আসন। জেডিইউ-এর তুলনায় আসন বাড়ে বিজেপির। 

Advertisement
দিল্লির হিংসা
  • 8/10

২৩ফেব্রুয়ারিতে দিল্লিতে ভয়াবহ হিংসা শুরু হয়। দুই সম্প্রদায়ের হিংসায় প্রাণ হারান ৫৩ জন। উত্তর দিল্লিতে এই হিংসায় মারা যান এক পুলিশ কর্মী। যা নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সরব হয় বিরোধীরা। রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ কেন্দ্রের বিষয় বলে মন্তব্য় করেন দিল্লির মুখ্য়ন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 

করোনাকালে মেট্রো রেল
  • 9/10

৮ জুন থেকে প্রথম করোনাকালের মধ্য়ে আনলক পর্যায় শুরু হয়। দেশজুড়ে করোনায় সামাজিক দূরত্ব বজায় রেখে শুরু হল রাস্তায় মানুষের চলাফেরা। দেশের স্বাভাবিকতা ফিরিয়ে আনতে শুর হয় নিউ নর্মাল। কনটেইনমেন্ট জোন বাদে এই আনলক পর্ব চালু হয়।
 

থার্মাল স্ক্রিনিং
  • 10/10


দেশে প্রথম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটে কর্ণাটকে। সৌদি আরব ফেরত ৭৬ বছরের এক ব্যক্তি মারা যান করোনায়। আগে থেকেই হাইপারটেনশন ছাড়াও ডায়বেটিস,অ্য়াজমার মতো রোগ ছিল তাঁর। 

Advertisement