scorecardresearch
 

ফের বাড়ছে করোনা! বাংলা-সহ ৭ রাজ্যের সঙ্গে জরুরি বৈঠকে ক্যাবিনেট সচিব

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক শনিবার জানিয়েছে যে মহারাষ্ট্র, কেরল, পাঞ্জাব, কর্ণাটক, তামিলনাড়ু, গুজরাট, পশ্চিমবঙ্গ এবং জম্মু-কাশ্মীরে ২৪ ঘন্টার ব্যবধানে করোনা পরিস্থিতি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রায় ১৭ হাজার সংক্রমণের খবর মিলেছে। মৃত্যু হয়েছে ১১৩ জনের।

Advertisement
মহারাষ্ট্র ফের দৈনিক কোভিড সংক্রমণে শীর্ষে রয়েছে। মহারাষ্ট্র ফের দৈনিক কোভিড সংক্রমণে শীর্ষে রয়েছে।
হাইলাইটস
  • ২৪ ঘণ্টায় প্রায় ১৭ হাজার সংক্রমণের খবর মিলেছে
  • মহারাষ্ট্র ফের দৈনিক কোভিড সংক্রমণে শীর্ষে রয়েছে
  • গত দু সপ্তাহে কেরালাতেই সবচেয়ে বেশি করোনা কেস কমেছে

দেশের আবারও অব্যাহত করোনা দাপট। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক শনিবার জানিয়েছে যে মহারাষ্ট্র, কেরল, পাঞ্জাব, কর্ণাটক, তামিলনাড়ু, গুজরাট, পশ্চিমবঙ্গ এবং জম্মু-কাশ্মীরে ২৪ ঘন্টার ব্যবধানে করোনা পরিস্থিতি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রায় ১৭ হাজার সংক্রমণের খবর মিলেছে। মৃত্যু হয়েছে ১১৩ জনের।

মহারাষ্ট্র ফের দৈনিক কোভিড সংক্রমণে শীর্ষে রয়েছে। এক দিনে উদ্ধব ঠাকরের রাজ্যে আক্রান্ত হয়েছে ৮৩৩৩। কেরালাতে একদিন আক্রান্ত হয়েছে ৩ হাজার ৬৭১ জন এবং পাঞ্জাবে দিনে ৬২২ জন আক্রান্ত হয়েছে। মন্ত্রকের তরফে বলা হয়েছে যে যেভাবে প্রতিদিন এই আট রাজ্যে বৃদ্ধি পাচ্ছে করোনা তা নতুন করে চিন্তাবৃদ্ধি করছে দেশে।  মন্ত্রকের তরফে এও জানান হয় যে গত দু সপ্তাহে কেরালাতেই সবচেয়ে বেশি করোনা কেস কমেছে। 

তবে ওই একই সময়ে মহারাষ্ট্রে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। ছয় রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে মৃত্যুহার বেড়েছে ৮২.৩ শতাংশ। মহারাষ্ট্র এখন সর্বোচ্চ মৃত্যু পরিলক্ষিত করেছে এই দ্বিতীয় কোভিড ঝড়ে। সেখানে মৃত্যু হয়েছে ৪৮ জনের। পাঞ্জাবে মারা গিয়েছেন ১৫ জন এবং কেরলে ১৪। ২৪ ঘন্টায় মৃত্যুর এই হার নিয়েই দেশে ফের তৈরি হয়েছে নয়া আশঙ্কা। 

এই আবহেই মন্ত্রিপরিষদ সচিব শনিবার তেলঙ্গানা, মহারাষ্ট্র, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, গুজরাট, পাঞ্জাব, জম্মু কাশ্মীর এবং পশ্চিমবঙ্গের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকের সভাপতিত্ব করবেন বলে মন্ত্রকের তরফে জানান হয়েছে। 

ভারতের মোট কোভিড -১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা  ১,৫৯,৫৯০। যা মোট সংক্রমণের ১.৪৪ শতাংশ। শনিবার, ভারতে একদিনে নতুন করোনাভাইরাস সংক্রমণ হয়েছে ১৬ হাজার ৪৮৮ জনের দেহে। মৃত্যু হয়েছে ১১৩ জনের। দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৫৬,৯৩৮।

Advertisement
Advertisement