বিস্ফোরণে (Blast) কেঁপে উঠল কর্ণাটকের (Karnataka) শিমোগা (Shimoga) জেলা। বিস্ফোরণে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ভেঙে গিয়েছে বেশ কিছু বাড়ির কাঁচ। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। একইসঙ্গে কর্ণাটক সরকার ক্ষতিগ্রস্থদের সমস্ত জরুরি পরিষেবার ব্যবস্থা করছে বলেও জানান প্রধানমন্ত্রী।
Pained by the loss of lives in Shivamogga. Condolences to the bereaved families. Praying that the injured recover soon. The State Government is providing all possible assistance to the affected: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 22, 2021
ঘটনায় ইতিমধ্যেই তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। বিস্ফোরণের পরেই ঘটনাস্থলে পৌঁছান পুলিশ আধিকারিকরা। দ্রুত ঘিরে ফেলা হয় এলাকা। এই প্রসঙ্গে জেলার এক উচ্চ আধিকারিক জানান, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। পুলিশ প্রশাসন সতর্ক রয়েছে। ওই আধিকারক আরও জানান, ঘটনাস্থলে ডিনামাইট আছে কি না জানা নেই, তবে এলাকা ঘিরে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে অ্যাডিশনাল ডেপুটি কমিশনার অনুরাধা বলেন, বিস্ফোরণ শিমোগা শহর থেকে ৫ - ৬ কিলোমিটার দূরে হয়েছে। পাশাপাশি কর্ণাটকের এডিজিপি আইন শৃঙ্খলা প্রতাপ রেড্ডি বলেন, বিস্ফোরণের ঘটনা শিমোগার গ্রামীণ থানা এলাকায় ঘটেছে।
প্রতাপ রেড্ডি আরও বলেন, বিস্ফোরক ট্রাকে না পাশে ছিল জানা নেই। ঘটনাটি ঘয়েছে রাত ১০টা ১৫ নাগাদ। প্রসঙ্গত মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা এই জেলারই মানুষ। ঘটনায় বেশকিছু বাড়ির কাঁচ চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। কেউ কেউ ঘটনায় ভূমিকম্পের জল্পনাও করছেন। বিস্ফোরণের পর অনেকেই সোশ্যাল মিডিয়া নিজের উদ্বেগ প্রকাশ করেছেন।
প্রসঙ্গত মাস কয়েক আগে এমনই শব্দে কেঁপে উঠেছিল কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুও। পরে জানা যায় ভারতীয় বায়ুসেনার একটি বিমান পরীক্ষার সময় বুম বেরিয়ায় ভেঙে ফেলায় ওই শব্দ হয়েছিল। ওই ঘটনাটি গত মে মাসে ঘটেছিল এবং বায়ুসেনা বিষয়টি খোলসা করার আগে ওই নিয়ে বেশকিছু জল্পনাও ছড়িয়েছিল। যদিও এবার বেশিরভাগ মানুষই ঘটনাটিকে বিস্ফোরণ বলে মনে করছেন।