আগামী ১৯ অক্টোবর থেকে খুলছে যোগী রাজ্যের স্কুলগুলি। এবার সেই পথে এগোল কংগ্রেস শাসিত পঞ্জাব। ক্যাপ্টেন অমরিন্দর সিং-এর রাজ্যেও আগামী ১৯ অক্টোবর থেকে খুলছে স্কুলের দরজা। কেন্দ্র জানিয়েছিল, স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর (এসওপি) মেনে আংশিক ভাবে স্কুল চালু করা যাবে। তবে নবম শ্রেণির নীচের পড়ুয়াদের জন্য স্কুল বন্ধই থাকবে। সেই নিয়ম মেনেই দীর্ঘ ৬ মাস পর নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য এবার স্কুলের দরজা খুলে দিল পঞ্জাব সরকারও। কন্টেইনমেন্ট জোনের বাইরে থাকা স্কুলগুলি খুলছে বলে জানিয়েছেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী বিজয় ইন্দর সিংলা।
ক্লাস চালুর বিষয়ে সিদ্ধান্ত নিলেও স্কুল খুলতে একাধিত শর্ত রেখেছে পঞ্জাব সরকার। সামাজিক দূরত্ব বিধি যাতে সঠিক ভাবে মানা হয় সেকারণে দু’ভাগে ক্লাস নেওয়ার জন্য স্কুল কতৃর্পক্ষকে ক্ষমতা দেওয়া হয়েছে৷ এদিকে ভারতে বৃহস্পতিবার ফের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৭০ হাজারের নিচে থাকল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৩৭১ জন। এই নিয়ে টানা ৫দিন দৈনিক সংক্রমণ ৭০ হাজারের নীচে থাকল। বর্তমানে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭৩ লক্ষ ৭০ হাজার ৪৬৯।
India reports a spike of 63,371 new #COVID19 cases & 895 deaths in the last 24 hours.
— ANI (@ANI) October 16, 2020
Total case tally stands at 73,70,469 including 8,04,528 active cases, 64,53,780 cured/discharged/migrated cases & 1,12,161 deaths: Ministry of Health and Family Welfare pic.twitter.com/tWjy8XjI0c
এদিকে দেশে করোনা মুক্তের সংখ্যা বর্তমানে ৬৪ লক্ষ ৫৩ হাজার ৭৮০। ফলে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা এখন ৮ লক্ষ ৪ বাজার ৫২৮। দেশের মোট আক্রান্তের ৮৭.৫৬ শতাংশই সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৭০ হাজার ৩৩৮ জন। গত কয়েক দিন ধরেই দৈনিক আক্রান্তের থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যা বেশি থাকছে।
10,28,622 samples were tested for #COVID19 yesterday. Total 9,22,54,927 samples tested in the country up to October 15: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/e74RfUF2No
— ANI (@ANI) October 16, 2020
দেশে বৃহস্পতিবারও করোনায় দৈনিক মৃতের সংখ্যা হাজারের নীচে থাকল। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ৮৯৫ জনের। ফলে দেশে বর্তমানে করোনায় মৃতের সংখ্যা ১ লক্ষ ১২ হাজার ১৬১। আইসিএমআর বলছে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১০ লক্ষ ২৮ হাজার ৬২২। ফলে দেশে এখনওপর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৯ কোটি ২২ লক্ষ ৫৪ হাজার ৯২৭।