scorecardresearch
 

Riya Sen Joins Bharat Jodo Yatra: 'ভারত জোড়ো' যাত্রায় রিয়া সেন, হাঁটছেন রাহুলের পাশে

কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা'য় (Bharat Jodo Yatra) যোগ দিলেন অভিনেত্রী রিয়া সেন (Actress Riya Sen)। ভারত জোড়ো যাত্রা এখন মহারাষ্ট্রের মধ্য দিয়ে যাচ্ছে। আজ সকালেই সেই যাত্রায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে যোগ দেন রিয়া।

Advertisement
'ভারত জোড়ো' যাত্রায় রিয়া সেনা 'ভারত জোড়ো' যাত্রায় রিয়া সেনা
হাইলাইটস
  • মহারাষ্ট্রের আকোলায় রাহুলের সঙ্গে যোগ দেন রিয়া
  • এর আগে পূজা ভাটও রাহুলকে সমর্থন জানিয়েছেন

কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা'য় (Bharat Jodo Yatra) যোগ দিলেন অভিনেত্রী রিয়া সেন (Actress Riya Sen)। ভারত জোড়ো যাত্রা এখন মহারাষ্ট্রের মধ্য দিয়ে যাচ্ছে। আজ সকালেই সেই যাত্রায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে যোগ দেন রিয়া। রাহুলের সঙ্গে তাঁর হাঁটার ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে।

এর আগে অভিনেত্রী পূজা ভাটও (Puja Bhat) রাহুল গান্ধীর প্রতি তাঁর সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তিনি হায়দরাবাদে 'ভারত জোড়ো যাত্রা'য় যোগ দিয়েছিলেন। পূজা ভাট তাঁর ভারত জোড়ো যাত্রার ছবি এবং ভিডিও শেয়ার করেন ইনস্টাগ্রামে। তিনি লেখেন, 'আশার সাহস!'।

আরও পড়ুন:Male Infertility Causes: ভারত সহ বহু দেশে পুরুষরা বাবা হতে পারছেন না, বিশ্বে নয়া সঙ্কট

এখন রিয়া সেন মহারাষ্ট্রের আকোলায় কংগ্রেস নেতার সঙ্গে যোগ দিয়েছেন। অভিনেতা সুশান্ত সিংও ভারত জোড়া যাত্রায় যোগ দিয়েছিলেন। দক্ষিণী অভিনেত্রী পুনম কৌরও 'ভারত জোড়ো যাত্রা'-তে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন।

'ভারত জোড়ো যাত্রা' ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হয়েছিল। ১৫০ দিনে ১২টি রাজ্যের মধ্যে দিয়ে সাড়ে ৩ হাজার কিলোমিটার দূরত্বে পার করে এই যাত্রা শেষ হবে কাশ্মীরে (Kanyakumari To Jammu and Kashmir)। মহারাষ্ট্রে 'ভারত জোড়ো যাত্রা' ১১ দিন হয়ে গিয়েছে। এর পরে, মধ্যপ্রদেশ সেখান থেকে রাজস্থান, তারপর দিল্লি এবং উত্তর প্রদেশ, তারপর হরিয়ানা এবং পঞ্জাব হয়ে যাত্রা জম্মু ও কাশ্মীরে গিয়ে শেষ হবে।

Advertisement

Advertisement