Agenda Aaj Tak 2023: শুরু হয়ে গেল বিচারের মহামঞ্চ 'অ্যাজেন্ডা আজতক ২০২৩'। অনুষ্ঠানের স্বাগত ভাষণে ইন্ডিয়া টুডে গোষ্ঠীর ভাইস চেয়ারপার্সন কলি পুরী জানালেন, ২০২২ সালের অ্যাজেন্ডা আজতক-এর ভিডিও দেখতে গিয়ে তাঁর মনে পড়ল, ২০২২ সালে অ্যাজেন্ডা আজতক হয়েছিল গুজরাত ও হিমাচল প্রদেশের ভোটের রেজাল্টের মধ্যে। এবার ফাস্ট ফরোয়ার্ড করুন ২০২৩ সালে। আমরা ফের একেবারে খবরের কেন্দ্রে Agenda Aaj Tak নিয়ে হাজির। গোটা পরিমণ্ডল খবরে ভরা। আজ ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে নতুন মুখ্যমন্ত্রী শপথগ্রহণ করছেন। তারপরে রাজস্থানের পালা।
ইন্ডিয়া টুডে গোষ্ঠীর ভাইস চেয়ারপার্সন কলি পুরীর কথায়, 'আজতক-এর জন্য গর্বের বিষয় হল, যেখানে খবর, সেখানেই আমরা। অথবা বলতে পারেন, যেখানে আমরা, সেখানেই খবর। সত্যি বলতে, খবর আমাদের টিমে নতুন জোশ এনে দেয়। আর কিছু ওঁদের ওতোটা উত্তেজিত করে না, যতটা ব্রেকিং নিউজ করে। রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচনের সময় আমাদের নিউজ রুম ইলেক্ট্রিফায়েড হয়ে যায়। সরকার আমাদের এই বিষয়ে নিরাশ করতে পারবে না। আমরা নিজেরাও থামি না, কাউকে থামাতেও দিই না। এই গতি আমাদের মানায়। সবার আগে শব্দবন্ধটা তো আমাদের রন্ধ্রে রন্ধ্রে। সেই কারণেই এত খবরকে ধরাতেই আমরা আজতক-২ চালু করেছি। এই ডিজিটাল নিউজ চ্যানেলে আপনি সেই নিউজগুলি পাবেন, যেগুলি আজতক-এ দেখার জন্য সময় পান না। এবং সেই সব খবর, যা আমাদের যুব দর্শক, সোশ্যাল মিডিয়া জেনারেশন বেশি পছন্দ করেন।'
हिंदी जगत के महामंच 'एजेंडा आजतक 2023' का हुआ आग़ाज़... इंडिया टुडे ग्रुप की वाइस चेयरपर्सन कली पुरी ने कहा - "जहाँ खबर, वहां आजतक। हम 2024 के लिए तैयार हैं।"#AgendaAajTak23
— AajTak (@aajtak) December 13, 2023
पूरी कवरेज: https://t.co/i5ABlR7Zdp pic.twitter.com/gipzBgKdsp
কলি পুরী বললেন, এই বছর আপনারা আমাদের সঙ্গে ৯টি বিধানসভা ভোট, G20 সামিট, ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ দেখেছেন। ওগুলি তো ট্রেলার ছিল। কারণ ২০২৪ সাল আরও অনেক বড়। ২৪ সালেই দেশের সবচেয়ে বড় ভোট, ২৪ সালেই T20 বিশ্বকাপ। ২০২৪ সালের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।
Deepfake নিয়েও উদ্বেগ প্রকাশ করলেন কলি পুরী। বললেন, বর্তমান সময়ে AI ও Deepfake খবরের জন্য বড় বিপদ। তাই আপনাদের অনুরোধ করছি, বিশ্বস্ত সোর্সের উপরেই ভরসা করুন। আমরা ডিপফেক নিয়ে খুবই চিন্তিত, চেষ্টা করছি, এই বিপদ থেকে আপনাদের বাঁচানোর।
ভোটের খবর কভারেজ নিয়ে ইন্ডিয়া টুডে গোষ্ঠীর চেয়ারপার্সন জানালেন, আজতক-এর ১২তম ইলেকশন কভারেজ হবে। বললেন, নির্বাচনে ইস্যুর বদল হতে থাকে, জোটের বদল হয়, চেহারার বদল হয়, কিন্তু একটা কথা বললে ভুল হবে না, একটি বিষয় আজও স্থায়ী, তা হল আজতক-এর উপর দর্শকের ভরসা।