সংসদে নিরাপত্তা লঙ্ঘন ও তাণ্ডবের ঘটনায় Agenda Aaj Tak 2023-তে প্রথম প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংসদ কাণ্ডে বিরোধীদেরই নিশানা করে শাহ বললেন, ঘটনাটি নিয়ে রাজনীতি করছে বিরোধীরা।
নিশ্চয়ই কোথাও একটা ফাঁক ছিল
Agenda Aaj Tak 2023-এর মঞ্চে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, 'এটি একটি সিরিয়াস ঘটনা। বিরোধীরা এই ঘটনাটি নিয়ে রাজনীতি করছে। নিশ্চয়ই কোথাও একটা ফাঁক ছিল। কিন্তু সবাই জানে, সংসদের নিরাপত্তা স্পিকারের অধীনে থাকে ও স্পিকার ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি লিখেছেন। আমরা একটি তদন্ত কমিটি গড়েছি ও রিপোর্ট খুব শীঘ্রই স্পিকারের কাছে জমা দেওয়া হবে।'
এই ঘটনা নিয়ে রাজনীতি করবেন না
অমিত শাহ জানান, তদন্ত কমিটিকে লোকসভায় নিরাপত্তা লঙ্ঘন কেন হল, তা নিয়ে তদন্ত করার নির্দেশের পাশাপাশি লোকসভার নিরাপত্তা আরও বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে। তাঁর কথায়, 'কোনও ফাঁক থাকা উচিত নয়। কিন্তু যদি কোনও ফাঁক থেকে যায়, তা পূরণ করার দায়িত্ব আমাদের। আমার আবেদন, এই ঘটনা নিয়ে রাজনীতি করবেন না।'
বিজেপি সাংসদের পাস নিয়ে প্রবেশ
বুধবার দুপুর ১টা নাগাদ বিজেপির মহীসূর কেন্দ্রের সাংসদ প্রতাপ সিংহের দেওয়া পাস নিয়ে, জুতোয় রং বোমা লুকিয়ে সংসদ ভবনে ঢুকে পড়েন দুই যুবক। তার পরে অধিবেশন চলাকালীন দুপুর ১টার কিছু পরে লোকসভার দর্শক আসন থেকে নীচে ঝাঁপ মেরে ছুড়তে থাকেন সেই বোমা। ঘন হলুদ ধোঁয়ায় ঢেকে যায় লোকসভার মূল অধিবেশন কক্ষের একাংশ। আতঙ্কিত হয়ে পড়েন সাংসদেরা।
লোকসভারই দুই সাংসদ, উত্তরপ্রদেশের মালুন নাগর (বহুজন সমাজ পার্টি) এবং রাজস্থানের হনুমান বেনীওয়াল (রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি) পাকড়াও করেন তাঁদের। এর পরে ওই দুই যুবককে কয়েক জন সাংসদ মিলে শারীরিক নিগ্রহ করেন বলেও অভিযোগ। পরে জানা যায়, সংসদের ভিতরে হামলা চালানো দু’জনের নাম সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি। সংসদ ভবনের বাইরের নিরাপত্তা বলয়ের মধ্যে ঢুকে ‘তানাশাহি নেহি চলেগা’ স্লোগান তোলা দু’জনের নাম আনমোল শিন্ডে এবং নীলম সিংহ।