scorecardresearch
 

Agnipath Scheme Protest : রেল অবরোধ-অগ্নিসংযোগ, 'অগ্নিপথ স্কিম' ঘিরে জ্বলছে বিহার

ভারতীয় সেনাবাহিনীতে প্রথমবারের মতো এমন একটি পরিকল্পনা চালু করা হয়েছে, যাতে সৈন্যদের স্বল্প মেয়াদের জন্য নিয়োগ করা হবে। এই প্রকল্পের আওতায় প্রতি বছর প্রায় ৪০-৪৫ হাজার যুবককে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। এই যুবকদের বয়স হবে সাড়ে ১৭ থেকে ২১ বছরের মধ্যে।

Advertisement
অগ্নিপথ যোজনার প্রতিবাদ অগ্নিপথ যোজনার প্রতিবাদ
হাইলাইটস
  • অগ্নিপথ নিয়োগ যোজনার প্রতিবাদ
  • বিহারের বিভিন্ন জায়গায় বিক্ষোভ
  • দফায় দফায় উত্তেজনা

সেনাবাহিনীতে নিয়োগের জন্য ঘোষিত 'অগ্নিপথ প্রকল্পের' তীব্র বিরোধিতা। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি যুব সম্প্রদায়ও এর বিরুদ্ধে প্রতিবাদে নমেছে। এই ইস্যুতে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে বিহারের জেহানাবাদ, বক্সারে। পড়ুয়ারা ৮৩ ও ১১০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে অগ্নিসংযোগও করে। এর আগে বক্সার, মুজাফফরপুর, গয়াতেও বিক্ষোভ দেখা গিয়েছিল। সেনাবাহিনীতে চার বছরের নিয়োগের এই পরিকল্পনায় ক্ষুব্ধ হয়ে গতকালও পাথর ছুড়েছিলেন যুবকরা।

বিক্ষোভ প্রতিবাদের জেরে, বিহারের বক্সার জেলায় ব্যাহত রেল ও সড়ক যোগাযোগ। বক্সার রেলস্টেশনে প্রায় ১০০ যুবক বিক্ষোভ দেখান। যার ফলে ব্যাহত হয় ট্রেন চলাচল। প্রায় ৩০ মিনিট বিলম্বিত হয় জনশতাব্দী এক্সপ্রেস।

এছাড়া গতকাল বক্সারেই পাটলিপুত্র এক্সপ্রেসে পাথর ছোড়ার খবরও পাওয়া গিয়েছে। পাশাপাশি যে সমস্ত যুবকরা সেনাবাহিনী যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তাঁরা মুজাফফরপুরের চক্কর ময়দানে বিক্ষোভ দেখান। টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভও দেখান। বিক্ষোভকারী যুবকদের অভিযোগ, শারীরিক পরীক্ষায় পাশ করার পরেও ২ বছর ধরে নিয়োগ না হওয়ায় তাঁরা হতাশ। তারই মধ্যে সরকার নতুন পরিকল্পনা নিয়ে এল।

ভারতীয় সেনাবাহিনীতে প্রথমবারের মতো এমন একটি পরিকল্পনা চালু করা হয়েছে, যাতে সৈন্যদের স্বল্প মেয়াদের জন্য নিয়োগ করা হবে। এই প্রকল্পের আওতায় প্রতি বছর প্রায় ৪০-৪৫ হাজার যুবককে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। এই যুবকদের বয়স হবে সাড়ে ১৭ থেকে ২১ বছরের মধ্যে।

অগ্নিপথ নিয়োগ যোজনা কী?
মেধা ও মেডিক্যাল টেস্টের ভিত্তিতে এই নিয়োগ করা হবে।
এই চার বছরে সেনাদের ৬ মাসের বেসিক সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে।
৩০-৪০ হাজার টাকা মাসিক বেতনের সঙ্গে অন্যান্য সুবিধাও দেওয়া হবে।
প্রথম বছরে ৩০ হাজার, দ্বিতীয় বছরে ৩৩ হাজার, তৃতীয় বছরে ৩৬ হাজার ও চতুর্থ বছরে ৪০ হাজার।
চার বছর পূর্ণ হওয়ার পর ওই সকল অগ্নিবীরদের চাকরির মেয়াদ শেষ হবে। তারপর নতুন নিয়োগ করা হবে।
চাকরি শেষ করা অগ্নিবীরদের ২৫ শতাংশকে স্থায়ী ক্যাডারে নিয়োগ দেওয়া হবে।

Advertisement

সোমবার, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সশস্ত্র বাহিনীতে ৪ বছরের চাকরির জন্য অগ্নিপথ নিয়োগ যোজনা ঘোষণা করেন। এর আওতায় ৯০ দিনের মধ্যে প্রায় ৪৬ হাজার নিয়োগের কথা রয়েছে। দেশের ৭৭৩টি জেলা থেকে এই নিয়োগ হবে বলে জানানো হয়েছে। কিন্তু যুব সম্প্রদায়ের একটা অংশ একে অখুশি। পরীক্ষার পর ফলাফলের অপেক্ষায় থাকা অনেক প্রার্থীই সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ। যার জেরে সোশ্যাল মিডিয়ার পাশাপাশি রাস্তায় নেমেও বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা।

কেন চলছে বিক্ষোভ?
বিক্ষোভকারী যুবকদের প্রশ্ন, চুক্তি শেষ হওয়ার পরে ২৫% অগ্নিবীরকে স্থায়ী ক্যাডারে অন্তর্ভুক্ত করা হবে। বাকি ৭৫% অগ্নিবীরের চার বছর পরে কী হবে? সরকার তাঁদের ভাতা দেবে। কিন্তু চাকরি আসবে কোথা থেকে? যদিও স্বরাষ্ট্র মন্ত্রক গতকাল ঘোষণা করেছে যে এই প্রকল্পের অধীনে ৪ বছর পূর্ণ হওয়া অগ্নিবীরদের CAPF এবং অসম রাইফেলসে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া রাজ্য সরকারগুলিও বিভিন্ন ঘোষণা করেছে। 

আরও পড়ুননিজেকে ২০০ বারের বেশি বিষধর সাপের ছোবল খাইয়েছেন ইনি, কেন?

আরও পড়ুনলাঞ্চ ও ডিনারের পর করুন এই এক্সাসাইজগুলি, হাতেনাতে পাবেন ফল


 

Advertisement