scorecardresearch
 

Jabalpur Flight Accident: জবলপুরে ৫৫ যাত্রী নিয়ে রানওয়েতে পিছলে গেল বিমান

রানওয়েতে হঠাৎ পিছলে গেল বিমান। সেই সময়ে বিমানে ছিলেন ৫৫ জন যাত্রী। বিমানবিভ্রাটের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ডিজিসিএ।

Advertisement
জবলপুর বিমানবন্দরে অল্পের রক্ষা যাত্রিবাহী উড়ানের। জবলপুর বিমানবন্দরে অল্পের রক্ষা যাত্রিবাহী উড়ানের।
হাইলাইটস
  • অল্পের রক্ষা জবলপুরে।
  • অবতরণ করতে গিয়ে পিছলে গেল বিমান।
  • বিমানে ছিলেন ৫৫ জন যাত্রী। সকলেই সুরক্ষিত।

বড়সড় দুর্ঘটনা হাত থেকে অল্পের রক্ষা। মধ্যপ্রদেশের জবলপুর বিমানবন্দরে অবতরণ করতে গিয়ে পিছলে গেল অ্যালায়েন্সের উড়ান (Alliance Air ATR72-600)। দিল্লি থেকে আসছিল যাত্রিবাহী বিমানটি। বিমানে ছিলেন ৫৫ জন যাত্রী। সকলেই সুরক্ষিত আছেন বলে জানা গিয়েছে। 

দুপুর ১টা ১৩ মিনিটে বিমানটি অবতরণ করার কথা ছিল। রানওয়েতে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। পিছলে যায় উড়ানটি। কিন্তু তৎক্ষণাৎ মাথা ঠান্ডা রেখে বিমানটিকে রানওয়েতে ফেরান পাইলট। ভিতরে তখন ছিলেন ৫৫ জন যাত্রী ও ৫ জন বিমান সদস্য। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সকলেই নিরাপদ আছেন। 

বিমান বিভ্রাটের খবর পেয়ে রানওয়েতে চলে আসে বিমানবন্দর ও দমকলের লোকজন। যাত্রীদের বের করে আনা হয়। কী কারণে এই দুর্ঘটনা, তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছে ডিজিসিএ (DGCA)।

আরও পড়ুন- Big Bazaar গায়েব! এই নতুন নাম রাখতে চলেছে Reliance

Advertisement