scorecardresearch
 

Amit Shah Pauses Speech: কাশ্মীরে মসজিদে আজান শুরু হতেই যখন ভাষণ থামালেন শাহ, VIDEO

মসজিদ থেকে আজানের (Azaan) শব্দ ভেসে আসতেই ভাষণ বন্ধ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। বুধবার কাশ্মীরের (Jammu and Kashmir) বারামুল্লা (Baramulla) জেলায় একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন তিনি।

Advertisement
আজান শুরু হতেই ভাষণ বন্ধ করলেন অমিত শাহ আজান শুরু হতেই ভাষণ বন্ধ করলেন অমিত শাহ
হাইলাইটস
  • শ্রোতাদের অনুমতি নিয়ে ফের ভাষণ দেন অমিত শাহ
  • করতালি দিয়ে অমিত শাহের প্রশংসা করেন লোকজন

মসজিদ থেকে আজানের (Azaan) শব্দ ভেসে আসতেই ভাষণ বন্ধ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। বুধবার কাশ্মীরের (Jammu and Kashmir) বারামুল্লা (Baramulla) জেলায় একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন তিনি। সেই সময় নিকটবর্তী একটি মসজিদ থেকে আজান দেওয়া শুরু হয়। এরপরই ভাষণ থামিয়ে দেন শাহ। সভায় উপস্থিত লোকজনের কাছে মসজিদে কিছু অনুষ্ঠান হচ্ছে কি না জানতে চান। খানিক বিরতি নেওয়া পর কোনও কিছু না হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে শ্রোতাদের অনুমতি নিয়ে ফের তিনি ভাষণ শুরু করেন। আজান শুনে স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণ থামিয়ে দেওয়ার বিষয়টি উপস্থিত লোকজন স্বাগত জানান। তাঁরা করতালি দিয়ে অমিত শাহের প্রশংসা করেন।

গতকাল বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানের (Pakistan) কড়া সমালোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ইসলামাবাদের সঙ্গে কোনও ভাবেই কোনও আলোচনায় বসা হবে না বলেও তিনি জানিয়ে দেন। তিনি বলেছেন, 'নরেন্দ্র মোদী সরকার (Modi Sarkar) জম্মু ও কাশ্মীর থেকে সন্ত্রাসবাদকে মুছে ফেলবেই। কারণ ১৯৯০ সাল থেকে সন্ত্রাসবাদ জম্মু ও কাশ্মীরে ৪২ হাজার মানুষের প্রাণ নিয়েছে।'

জম্মু ও কাশ্মীরে উন্নয়ন না হওয়ার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা, পিডিপি নেত্রী মেহবুবা মুফতি ও নেহরু-গান্ধী পরিবারকে দায়ী করেন অমিত শাহ। কাশ্মীরের তিনটি রাজনৈতিক পরিবারের নাম উল্লেখ করে তাদের কটাক্ষ করে স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন যে তাদের শাসনকাল অপশাসন ও দুর্নীতিতে পরিপূর্ণ ছিল এবং রাজ্যের  উন্নয়ন হয়নি। তিনি বলেন, 'মুফতি অ্যান্ড কোম্পানি, ফারুক আবদুল্লা এবং তাঁর ছেলে ওমর আবদুল্লা, এছাড়াও কংগ্রেস জম্মু ও কাশ্মীরের জনগণের কল্যাণে কিছুই করেনি।'

Advertisement

অমিত শাহ আরও বলেন, 'যারা ৭০ বছর শাসন করেছে, তারা বলছে পাকিস্তানের সঙ্গে কথা বলতে। কেন আমরা পাকিস্তানের সঙ্গে কথা বলব? আমরা কথা বলব না। আমরা বারামুল্লার মানুষের সঙ্গে কথা বলব, কাশ্মীরের মানুষের সঙ্গে কথা বলব। মোদী সরকার সন্ত্রাসবাদকে সহ্য করে না এবং এটাকে শেষ করতে চায়। আমরা জম্মু ও কাশ্মীরকে দেশের সবচেয়ে শান্তিপূর্ণ জায়গা জায়গা বানাতে চাই।'

বুধবার শেষ হওয়া তিনদিনের জম্মু ও কাশ্মীর সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রীনগরে সিনিয়র আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে উপত্যকার নিরাপত্তা পরিস্থিতির নিয়ে আলোচনা হয়।

 

Advertisement