scorecardresearch
 

Air India Flight: বোমাতঙ্কের মধ্যেই এবার বিমানে মিলল কার্তুজ, দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার উড়ানে শোরগোল

গত কয়েক দিন ধরেই একের পর এক বিমানে ভুয়ো বোমাতঙ্কের খবর ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল। এবার বিমানের মধ্যে থেকে অস্ত্র উদ্ধার ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়াল। তা-ও আবার এয়ার ইন্ডিয়ার বিমানে। দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান থেকে কার্তুজ উদ্ধার করা হয়েছে। যা ঘিরে বিমান পরিবহণে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল।

Advertisement
ফাইল চিত্র। ফাইল চিত্র।
হাইলাইটস
  • একের পর এক বিমানে ভুয়ো বোমাতঙ্কের খবর ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল।
  • এবার বিমানের মধ্যে থেকে অস্ত্র উদ্ধার ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়াল।
  • দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান থেকে কার্তুজ উদ্ধার করা হয়েছে।

গত কয়েক দিন ধরেই একের পর এক বিমানে ভুয়ো বোমাতঙ্কের খবর ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল। এবার বিমানের মধ্যে থেকে অস্ত্র উদ্ধার ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়াল। তা-ও আবার এয়ার ইন্ডিয়ার বিমানে। দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান থেকে কার্তুজ উদ্ধার করা হয়েছে। যা ঘিরে বিমান পরিবহণে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল। 

শনিবার এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, গত ২৭ অক্টোবর দুবাই থেকে দিল্লিতে ফেরে এআই৯১৬ বিমান। ওই বিমানে একটি সিটের পকেট থেকে কার্তুজ পাওয়া গিয়েছে। বিমান অবতরণের পরই বিষয়টি নজরে আসে। সব যাত্রীকেই নিরাপদে বিমান থেকে নামানো হয়। 

এই ঘটনায় এয়ার ইন্ডিয়ার তরফে বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে কে বা কারা কার্তুজটি রাখলেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

আরও পড়ুন

গত মাসে একের পর এক বিমানে বোমাতঙ্কের ঘটনা প্রকাশ্যে এসেছে। যদিও প্রতিটি ক্ষেত্রেই ভুয়ো বোমাতঙ্ক ছড়ানো হয়েছে। বোমাতঙ্ক ছড়িয়েছে এয়ার ইন্ডিয়ার বিমানেও। দুবাই-জয়পুরগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বোমা রাখা রয়েছে বলে হুমকি বার্তা দেওয়া হয় ইমেলে। ওই বিমানে ১৮৯ জন যাত্রী ছিলেন। পরে বিমানটি অবতরণ করে। তবে তল্লাশিতে বিমানে কিছুই পাওয়া যায়নি।

কিছু দিন আগে, দিল্লি-লন্ডনগামী ভিস্তারার বিমানে বোমাতঙ্ক ছড়ায়। এর জেরে বিমানটি ফ্র্যাঙ্কফুর্টে ঘোরানো হয়। তড়িঘড়ি বিমানে তল্লাশি চালানো হয়। তবে তল্লাশি অভিযানে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পরে ফ্র্যাঙ্কফুর্ট বিমানবন্দরে নামে বিমানটি। শুরু হয় তল্লাশি অভিযান। পরে প্রায় ২ ঘণ্টা পর লন্ডনের উদ্দেশে ওড়ে বিমান। 

আতঙ্ক ছড়িয়েছিল আকাশা এয়ারের বিমানেও। বেঙ্গালুরু থেকে মুম্বই উড়ে যাচ্ছিল বিমানটি। পরে জানা যায়, সেটি ভুয়ো বোমাতঙ্ক ছিল। তদন্তকারীরা জানিয়েছেন, সব ক্ষেত্রেই একটাই কথা লেখা হচ্ছে। সেটি হল, 'বোমা', 'সবার রক্ত ঝড়বে'। আবার লেখা হচ্ছে, 'এটা কোনও মজা নয়। সকলে মরবে।' গত ১৪ অক্টোবর মুম্বই থেকে ওড়া ৩ বিমানে বোমাতঙ্ক ছড়ানোর ঘটনায় ছত্তীসগঢ় থেকে ১৭ বছরের এক নাবালককে আটক করে মুম্বই পুলিশ। যেখান থেকে বোমাতঙ্ক ছড়ানো হচ্ছে, সেই সব ডিভাইসের আইপি অ্যাড্রেস খতিয়ে দেখে জানা গিয়েছে, লন্ডন-সহ বিভিন্ন বিদেশি এলাকা থেকে পাঠানো হচ্ছে হুমকি বার্তা। ভুয়ো বোমাতঙ্কের ঘটনা এড়াতে তৎপর হচ্ছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। ভুয়ো বোমাতঙ্ক ছড়ানোর ঘটনায় নাগপুর থেকে এক যুবককেও গ্রেফতার করা হয়েছে। 
 

Advertisement

Advertisement