দিল্লি লিকার পলিসি কেসে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে সিবিআই-এর সদর দফতর ছাড়লেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সিবিআই অফিস থেকে বেরোনোর পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় কেজরিওয়াল বলেন, "আমাকে ৫৬টি প্রশ্ন করা হয়েছিল। আমি সব প্রশ্নের উত্তর দিয়েছি। তারা আমাকে আবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে চায়, এমন কোন ইঙ্গিত পাওয়া যায়নি। কিন্তু আমি আবারও বলছি যে এই পুরো মামলা মিথ্যা"।
রবিবার সকাল ১১টায় সিবিআই-এর দফতরে পৌঁছান আম আদমি পার্টির (Aam Aadmi Party) প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দ্বিতীয় তলায় দুর্নীতি দমন শাখার অফিসে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই করা হয় জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদের সময়, সিবিআই সদর দফতরের বাইরে এক হাজারেরও বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়। চারজনের বেশি জমায়েত যাতে না হয়, তার জন্য এলাকায় জারি করা হয় ১৪৪ ধারা।
এদিকে কেজরিওয়ালকে (Arvind Kejriwal) CBI-এর তলবের বিরুদ্ধে অনেক জায়গায় বিক্ষোভ দেখান AAP কর্মী সমর্থকেরা। যার জেরে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। কেজরিওয়াল সিবিআই দফতর থেকে বেরোনোর পর নাজফগড় থানা থেকে ছেড়ে দেওয়া হয় তাঁদের।
প্রসঙ্গত, ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে মণীশ সিসোদিয়াকে (Manish Sisodia)। গত ২৬ ফেব্রুয়ারি গ্রোফতার করা হয় তাঁকে। এবার অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করল তদন্তকারী সংস্থা। যদিও গোটা বিষয়টিকেই ষড়যন্ত্র বলে দাবি করছে আম আদমি পার্টি।
আরও পড়ুন - মাত্র ২০০ টাকা বিনিয়োগে পান ৩২ লাখ, পোস্ট অফিসের এই স্কিম খুলে দেবে ভাগ্য