গতবছর কলকাতায় এসে আদি গঙ্গায় স্নান করে মাথা ন্যাড়া করে যোগ দিয়েছিলেন তৃণমূলে। কিন্তু একবছর হতে না হতেই মোহভঙ্গ। তৃণমূল ছাড়লেন ত্রিপুরার আশিস দাস। তৃণমূল তাঁকে কাজের সুযোগ দিচ্ছে না বলেই অভিযোগ আশিস দাসের। দলের তরফে কেউ তাঁর সঙ্গে যোগাযোগ রাখে না বলেও দাবি আশিসের।
যদিও এই বিষয়ে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুবল ভৌমিক জানান, "গতকালই আমি সুরমা বিধানসভা কেন্দ্রে গিয়েছিলাম, প্রায় ৫০০-র বেশি কর্মী নিয়ে সাংগঠনিক সভা করতে। কেউ আমাকে আশিষ দাসের কথা জিজ্ঞেস করেনি। আমি তাঁকে নিয়ে খারাপ কথা বলতে চাই না কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলে যোগ দেওয়ার পরেও তাঁকে তৃণমূল কংগ্রেসের কোনও অনুষ্ঠানে বা দলীয় কার্যে দেখা যায়নি। তিনি যখন তৃণমূলের একজন হিসাবে কাজ করছেন না, তখন তিনি কীভাবে, কেনই বা দল ছাড়বেন?"
ত্রিপুরার বিধায়কদের মধ্যে তিনিই প্রথম বিপ্লব দেবের বিরোধিতা করে বিজেপি ছেড়েছিলেন। আর শুধু তাই নয়, যোগ দিয়েছিলেন তৃণমূলেও। বিধায়ক পদেও ইস্তফা দেন তিনি। যদিও বর্তমানে সেই বিপ্লব দেব আর ত্রিপুরার মুখ্যমন্ত্রী নেই। আর এবার আশিস দাসও ছাড়লেন তৃণমূল।
এদিকে সামনেই ত্রিপুরার ৪টি বিধানসভা কেন্দ্রে হতে চলেছে উপনির্বাচন। আশিস দাস যে কেন্দ্রের বিধায়ক ছিলেন সেই সুরমাতেও হবে ভোট। সূত্রের খবর, এবার হয়ত সেই কেন্দ্র থেকে নির্দল হিসেবে লড়তে পারেন আশিস দাস। আবার অপর একটি সূত্রের খবর, কংগ্রেস এবং টিপরা মোথার সঙ্গেও যোগাযাগ রাখছেন আশিস। যদিও তিনি নিজে অবশ্য এই সব বিষয়ে কিছুই বলেননি। সেক্ষেত্রে এখন দেখার আগামিদিনে কোন পথে যান আশিস দাস।
আরও পড়ুন - রোজ মদ খেয়েও ১১৩ বছর বেঁচে ইনি, গিনেস বুকে নাম, সিক্রেট কী?