scorecardresearch
 

Bypoll Results 2024: দেশজুড়ে উপনির্বাচনে জয়জয়কার 'ইন্ডিয়া'র, ১৩ আসনের মধ্যে মাত্র ২টি পেল BJP

লোকসভার পর উপনির্বাচনেও ঘুরে দাঁড়াল INDIA ব্লকের দলগুলি। উপনির্বাচনে ১৩টি আসনের মধ্যে ৬টিতেই জিতেছে বিরোধী জোটের শরীকরা। গত মাসে লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। জোটের মাধ্যমে সরকার গড়লেও, লোকসভায় যে বিজেপি ধাক্কা খেয়েছিল, তা বলাই যায়। এরপর উপনির্বাচনেও লোকসভার সেই ধারাই যেন বজায় থাকল। বিজেপির ভাঁড়ারে মাত্র ২টি আসন।

Advertisement
উপনির্বাচনেও INDIA জোট-শরিকদের জয়-জয়কার। উপনির্বাচনেও INDIA জোট-শরিকদের জয়-জয়কার।
হাইলাইটস
  • লোকসভার পর উপনির্বাচনেও ঘুরে দাঁড়াল INDIA ব্লকের শরিকরা।
  • উপনির্বাচনে ১৩টি আসনের মধ্যে ৬টিতেই জিতেছে বিরোধী জোটসঙ্গীরা।
  • উপনির্বাচনেও লোকসভার সেই ধারাই যেন বজায় থাকল। বিজেপির ভাঁড়ারে মাত্র ২টি আসন।

লোকসভার পর উপনির্বাচনেও ঘুরে দাঁড়াল INDIA ব্লকের শরিকরা। উপনির্বাচনে ১৩টি আসনের মধ্যে ৭টিতেই জিতেছে বিরোধী জোটসঙ্গীরা। গত মাসে লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। জোটের মাধ্যমে সরকার গড়লেও, লোকসভায় যে বিজেপি ধাক্কা খেয়েছিল, তা বলাই যায়। এরপর উপনির্বাচনেও লোকসভার সেই ধারাই যেন বজায় থাকল। বিজেপির ভাঁড়ারে মাত্র ২টি আসন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস বাংলার উপনির্বাচনে দুরন্ত ফল করেছে। লোকসভার মতোই উপনির্বাচনেও বাংলায় কার্যত সবুজ ঝড় হল। রাজ্যে ৪টি আসনেই জিতেছে TMC।

হিমাচল প্রদেশে, কংগ্রেস ৩টি আসনের মধ্যে দু'টিতে জিতে গিয়েছে। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সুখুর স্ত্রী কমলেশ ঠাকুর দেহরায় দারুণ ফল করেছেন৷ উত্তরাখন্ডে কংগ্রেসের লখপত সিং বুটোলা ২৮,১৬১ ভোট পেয়ে বদ্রিনাথ বিধানসভা আসন দখল করেছেন। পঞ্জাবের শাসকদল আম আদমি পার্টি (AAP) জলন্ধর পশ্চিম কেন্দ্রে ত্রি-মুখী লড়াইয়ে শেষমেশ জয় পেয়েছে।

শনিবার সকাল ৮টায় পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, তামিলনাড়ু, পঞ্জাব এবং বিহারের কেন্দ্রগুলিতে ভোট গণনা শুরু হয়।

আরও পড়ুন

  • পশ্চিমবঙ্গে, যেখানে চারটি আসনেই ফুটেছে ঘাসফুল। তৃণমূল কংগ্রেসের মধুপূর্ণা ঠাকুর, মুকুট মণি অধিকারী এবং কৃষ্ণা কল্যাণী যথাক্রমে বাগদা, রানাঘাট এবং রায়গঞ্জে জয়ী হয়েছেন। ১৩ দফার ভোট গণনার পর মানিকতলাতেও তৃণমূল প্রার্থীও এগিয়ে ছিলেন। ফলে উপনির্বাচনেও লোকসভার সবুজ হাওয়ার প্রবণতা বজায় থাকল।
  • পঞ্জাবের জলন্ধর পশ্চিম আসনে, AAP-এর মহিন্দর ভগত ৩৭,৩২৫ ভোটে জিতেছেন। AAP বিধায়ক শীতল আঙ্গুরাল বিজেপিতে যাওয়ার পরেই এই আসনে উপনির্বাচন ঘোষণা করা হয়েছিল।
  • হিমাচল প্রদেশের তিনটি আসনেই কংগ্রেস শক্তি বাড়িয়েছে। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সুখু, তাঁর স্ত্রী কমলেশ ঠাকুরকে দেরারায় জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। বিজেপির হোশিয়ার সিংকে তিনি ৯,৩৯৯ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
  • উত্তরাখণ্ডের মঙ্গলৌরে কংগ্রেস প্রার্থী কাজী নিজামউদ্দিন ১২,৫৪০ ভোট নিয়ে এগিয়ে ছিলেন। বিএসপি মনোনীত প্রার্থী উবেদুর রহমান দ্বিতীয় এবং বিজেপি নেতা কর্তার সিং ভাদানা তৃতীয় স্থানে রয়েছেন। 
  • বিহারে, JD(U)-এর কালাধর প্রসাদ মন্ডল রূপাউলি উপনির্বাচনে নির্দল প্রার্থী শঙ্কর সিং-এর থেকে ৫,০৬৯ ভোটে পিছিয়ে ছিলেন। আরজেডি মনোনীত প্রার্থী বিমা ভারতী তৃতীয় স্থানে ছিলেন।

Advertisement

Advertisement