scorecardresearch
 

Ayodhya Ram Mandir Pran Pratishtha: মন্দির সেখানেই তৈরি হয়েছে, যেখানে সংকল্প করেছিলাম: যোগী

রামভক্তদের উপর গুলি চালিয়েছিল তৎকালীন মুলায়ম সিং সরকারের পুলিশ। সেই প্রসঙ্গও উঠে এসেছে এ দিন যোগীর ভাষণে।

Advertisement
ayodhya ram mandir pran pratishtha ayodhya ram mandir pran pratishtha
হাইলাইটস
  • প্রাণ প্রতিষ্ঠায় মোদীর সঙ্গে ছিলেন যোগী।
  • যোগী আদিত্যনাথ বলেন,'আজ প্রতিটি রামভক্তের হৃদয় সুখ ও গর্বে পরিপূর্ণ।'

গোটা দেশ রামময়। অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠার পর এমনটাই বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর কথায়,'ভারতের প্রতিটি শহর, গ্রাম আজ অযোধ্যা ধাম। প্রতিটি রাস্তা আজ আসছে শ্রীরাম জন্মভূমিতে। সবার মনে আজ রাম নাম। সবার চোখে খুশির জল। গোটা দেশ রামময়। মনে হচ্ছে, আমরা ত্রেতা যুগে চলে এসেছি। রঘুনন্দন আজ বিরাজমান।'  

রামভক্তদের উপর গুলি চালিয়েছিল তৎকালীন মুলায়ম সিং সরকারের পুলিশ। সেই প্রসঙ্গও উঠে এসেছে এ দিন যোগীর ভাষণে। তিনি বলেন,' অযোধ্যা যে ত্রেতাযুগে ফিরে গিয়েছে। রামের কৃপায় অযোধ্যার রাস্তায় আর গুলির শব্দ হবে না। কারফিউ থাকবে না। এখানে আলোর উৎসব হবে। শ্রী রাম জন্মভূমি মন্দির প্রতিষ্ঠা ভারতের সাংস্কৃতিক নবজাগরণের সূচনা। এটা 'রাষ্ট্র মন্দির'।' 

যোগী আদিত্যনাথ আরও বলেন,'আজ প্রতিটি রামভক্তের হৃদয় সুখ ও গর্বে পরিপূর্ণ। প্রতিটি ভক্ত এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন। শ্রী রাম জন্মভূমি সমগ্র বিশ্বের একমাত্র স্থান যেখানে এত দীর্ঘ সংগ্রাম চলেছে। অযোধ্যার রাস্তায় এখন থেকে দীপোৎসব, রামোৎসব এবং রামনাম প্রতিধ্বনিত হবে। কারণ রামলালা পাকাপাকিভাবে থাকবেন অবধপুরীতে। সেই সঙ্গে আজ থেকে রাম রাজ্য প্রতিষ্ঠাও হল। রাম রাজ্য হবে বৈষম্যমুক্ত। পুণ্য রাম জন্মভূমিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।'

আরও পড়ুন

মুখ্যমন্ত্রীর কথায়,'শ্রী রাম জন্মভূমিতে অধিষ্ঠিত শ্রী রামের বালক মূর্তি প্রতিটি সনাতন বিশ্বাসীর জীবনে ধর্ম পালনের পথ প্রশস্ত করবে। সাধুসন্তদের আশীর্বাদ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ এবং বিশ্ব হিন্দু পরিষদের মতো সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলি রূপরেখা তৈরি করেছিলেন। সেই সংকল্প পূর্ণ হল। সন্ন্যাসী, সাধু, পুরোহিত, নাগ, নিহঙ্গ, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, বনবাসী ইত্যাদি-সহ সমাজের প্রতিটি অংশ জাত, আদর্শ, ধর্ম এবং উপাসনা পদ্ধতির ঊর্ধ্বে উঠে রামের উদ্দেশ্যে আত্মাহুতি দিয়েছেন বহু মানুষ।'

অযোধ্যা তার হারানো গৌরব ফিরে পেয়েছে বলে দাবি করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেন,'অযোধ্যা শহর তার হারানো গৌরব পুনরুদ্ধার করে গর্বিত হয়ে উঠছে। ন্যায় ও সত্যের বিজয়ের এই আনন্দ অতীতের তিক্ততা ভুলিয়ে নতুন ইতিহাস তৈরি করুন।'

Advertisement

Advertisement