scorecardresearch
 

Ayodhya Ram Temple: প্রায় প্রস্তুত অযোধ্যা রাম মন্দিরের গর্ভগৃহ, ছবি শেয়ার রাম জন্মভূমি ট্রাস্টের; দেখুন

প্রায় প্রস্তুত অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহ। আগামী ২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন স্থির হয়েছে। এলাহিভাবে সেজে উঠছে মন্দির চত্বর। পুরোদমে চলছে কাজ। শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই শনিবার অর্ধসমাপ্ত গর্ভগৃহের ছবি শেয়ার করেন। এই স্থানেই স্থাপিত হবে রাম লালার মূর্তি।

Advertisement
The sanctum sanctorum of Ram temple in Uttar Pradesh's Ayodhya is nearly ready. (Photo: X/@ChampatRaiVHP) The sanctum sanctorum of Ram temple in Uttar Pradesh's Ayodhya is nearly ready. (Photo: X/@ChampatRaiVHP)

প্রায় প্রস্তুত অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহ। আগামী ২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন স্থির হয়েছে। এলাহিভাবে সেজে উঠছে মন্দির চত্বর। পুরোদমে চলছে কাজ। শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই শনিবার অর্ধসমাপ্ত গর্ভগৃহের ছবি শেয়ার করেন। এই স্থানেই স্থাপিত হবে রাম লালার মূর্তি।

অযোধ্যায় 'প্রাণ প্রতিষ্ঠা' অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রায় ৬,০০০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

উত্তরপ্রদেশের অযোধ্যার রাম মন্দির

এদিকে, রাম মন্দির ট্রাস্ট ১৫ ডিসেম্বরের মধ্যে যে তিনটি রাম লালা মূর্তির গর্ভগৃহে স্থাপন করা হবে তা চূড়ান্ত করবে। 

আরও পড়ুন

কর্ণাটক ও রাজস্থান থেকে আনা দু'টি শিলা থেকে তিনটি মূর্তি খোদাই করা হচ্ছে। মূর্তিগুলি ৯০ শতাংশ প্রস্তুত এবং শেষ কাজ সম্পন্ন হচ্ছে। এই তিনটি মূর্তির মধ্যে সেরাটিকে ১৫ ডিসেম্বর নির্বাচন করা হবে। সেই প্রতিমাকে পবিত্র করা হবে। 

উল্লেখ্য, গত ৫ আগস্ট, ২০২০-তে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement