scorecardresearch
 

Nasal Vaccine in India: বিশ্বের প্রথম COVID ন্যাজাল ভ্যাকসিন ভারতে, কীভাবে নেবেন-কত দাম? সব তথ্য

গত ৬ সেপ্টেম্বর iNCOVACC টিকায় জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র দিয়েছিল কেন্দ্র। কিন্তু আজ পর্যন্ত এই ভ্যাকসিন কাউকে দেওয়া হয়নি। এবার বেসরকারি হাসপাতালে মিলবে।

Advertisement
ন্যাজাল ভ্যাকসিন ন্যাজাল ভ্যাকসিন

ভারতে লঞ্চ করা হল কোভিড ভ্যাকসিনের বিশ্বের প্রথম ন্যাজাল ডোজ। এই টিকার নাম iNCOVACC। তৈরি করেছে ভারত বায়োটেক। আজ অর্থাত্‍ শুক্রবার এই ন্যাজাল ভ্যাকসিন লঞ্চ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডভিয়া। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, iNCOVACC ভ্যাকসিন আপাতত মিলবে বেসরকারি হাসপাতালগুলিতে।  

গত ৬ সেপ্টেম্বর iNCOVACC টিকায় জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র দিয়েছিল কেন্দ্র। কিন্তু আজ পর্যন্ত এই ভ্যাকসিন কাউকে দেওয়া হয়নি। এবার বেসরকারি হাসপাতালে মিলবে। iNCOVACC-এর রোলআউটের পরে আরও একটি টিকা চলে এল বাজারে।  ইতিমধ্যেই এই ন্যাজাল ভ্যাকসিন CoWIN অ্যাপে লিস্ট করা হয়ে গিয়েছে। 

কী রকম এই ন্যাজাল ভ্যাকসিন?

iNCOVACC বিশ্বের প্রথম ন্যাজাল ভ্যাকসিন অর্থাত্‍ নাক দিয়েই দেওয়া হবে এই টিকা। ভারত বায়োটেক ও ওয়াশিংটন ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে তৈরি এই টিকা।  

আরও পড়ুন: Nasal Vaccine Price: ন্যাজাল ভ্যাকসিন বুস্টার ডোজ হয়তো জানুয়ারি থেকেই, দাম কত?

বাকি ভ্যাকসিনগুলির চেয়ে কোথায় আলাদা?

ভারতে এখনও পর্যন্ত যত টিকা দেওয়া হচ্ছিল, তা সবই ইঞ্জেকশনের মাধ্যমে। iNCOVACC ডোজ দেওয়া হবে নাকে। মাসকুলার ভ্যাকসিনের থেকে বেশি কার্যকরী বলে মনে করা হচ্ছে। নাক দিয়ে দেওয়ায় ফুসফুসে করোনার সংক্রমণ রুখতে পারবে। একই সঙ্গে নাকেই ভাইরাসের বিরুদ্ধে ইমিউনিটি গড়ে তুলবে।

আরও পড়ুন: ন্যাজাল ভ্যাকসিন বুস্টার ডোজে ছাড়পত্র কেন্দ্রের, মিলবে CoWIN অ্যাপে

কতটা নিরাপদ  iNCOVACC?

তিন দফার ট্রায়ালের পরে iNCOVACC ন্যাজাল ভ্যাকসিনের কার্যকারিতা প্রমাণিত হয়েছে। সংস্থার দাবি, এই টিকা করোনার বিরুদ্ধে ভাল কাজ করছে। বিশেষ করে ফুসফুসে করোনার সংক্রমণ ঠেকানোর ক্ষেত্রে বেশ কার্যকরী প্রমাণিত হয়েছে। একই সঙ্গে ইমিউনিটিও বাড়াচ্ছে।

কারা নিতে পারবেন এই টিকা?

Advertisement

১৮ বছর বা তার বেশি বয়সের যে কোনও ব্যক্তিই এই ভ্যাকসিন নিতে পারবেন। ১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকাকরণ চলছে। এই ভ্যাকসিন বুস্টার ডোজ। অর্থাত্‍ যাঁদের আগে দুটি ডোজ টিকা নেওয়া হয়েছে, তারাই কেবল এই ন্যাজাল টিকা নিতে পারবেন।

কীভাবে ও কোথায় নেওয়া যাবে এই টিকা?

আপনি যদি এখনও বুস্টার ডোজ না নিয়ে থাকেন, তাহলে ন্যাজাল ভ্যাকসিন নিতে পারেন। CoWIN পোর্টালে গিয়ে  iNCOVACC ডোজ বুক করতে পারেন। আপাতত বেসরকারি হাসপাতালেই দেওয়া হচ্ছে এই টিকা।

কত দাম এই টিকার?

ভারত বায়োটেক জানিয়েছে, রাজ্য সরকার এই ন্যাজাল ভ্যাকসিন ৩২৫ টাকায় কিনতে পারবে। বেসরকারি হাসপাতালে ৮০০ টাকা দাম পড়বে, তার উপর জিএসটি। 


Advertisement