Arvind Kejriwal on BJP: বিস্ফোরক দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে পরিদর্শনের পরে তিনি দাবি করেন, বিজেপির আম আদমি পার্টি-র সরকার ভাঙতে ৪০ জন বিধায়কের প্রয়োজন। এর জন্য ৮০০ কোটি টাকা রেখে দিয়েছে বিজেপি।
সাংবাদিকদের কেজরিওয়াল আরও জানান, "সিবিআই হানার একদিন পরে, সিসোদিয়াকে মুখ্যমন্ত্রীর পদের প্রস্তাব দিয়েছে বিজেপি। মণীশ সিসোদিয়াকে পাওয়া ভাগ্যের ব্যাপার, ওঁনার মুখ্যমন্ত্রীর পদের ওপর লোভ নেই। আপ বিধায়করা বিক্রি হওয়ার আগে মরে যাবেন। আমার সরকার পতনের জন্য বিজেপির ৪০ জন বিধায়কের প্রয়োজন। এর জন্য ৮০০ কোটি টাকা রাখা হয়েছে"।
অরবিন্দ কেজরিওয়াল বিজেপির "অপারেশন লোটাস" এর ব্যর্থতার প্রার্থনা করতে রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধ থেকে আপ বিধায়কদের নেতৃত্ব দেন।
আপ বৃহস্পতিবার অভিযোগ জানায়, দিল্লির ৪০ জন বিধায়ককে বিজেপি দল পরিবর্তন করার জন্য ২০ কোটি টাকার প্রস্তাব দেওয়ার লক্ষ্য নিয়েছিল।
বিজেপির বিরুদ্ধে সিসোদিয়া
সম্প্রতি দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া দাবি করেন, বিজেপির কাছ থেকে তাঁর কাছে একটি প্রস্তাব এসেছে। সেখানে তাঁকে আম আদমি পার্টি ভেঙে বিজেপিতে এলেই তাঁর ওপর থেকে সমস্ত সিবিআই এবং ইডি'র মামলা সরিয়ে নেওয়ার প্রস্তাব দেয়। বিজেপি অবশ্য সিসোদিয়ার এই দাবি অস্বীকার করেছে।
বিজেপির দেওয়া এই প্রস্তাবের বিষয়টি ট্যুইট করে জানান সিসোদিয়া। লেখেন, "আমি বিজেপির থেকে প্রস্তাব পেয়েছি - "AAP" ভেঙে বিজেপিতে যোগ দিন। তাহলে সমস্ত সিবিআই-ইডি মামলা সরিয়ে নেওয়া হবে।"
ক্ষুব্ধ সিসোদিয়া কী উত্তর দেন তাও জানান। তিনি লেখেন,-"আমি একজন রাজপুত, মহরানা প্রতাপের বংশধর। আমি আমার মাথা কেটে ফেলব, কিন্তু দুর্নীতিবাজদের সামনে মাথা নত করব না। আমার বিরুদ্ধে করা সব মামলা মিথ্যে, আপনারা যা খুশি করে নিন।"