বুধবারও সংসদের শীতকালীন অধিবেশনে হট্টগোল হয়। লোকসভায় বিজেপি সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং টিএমসি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। সিন্ধিয়াকে খোঁচা দিয়ে কল্যাণ বলেছিলেন, 'আপনি একজন সুদর্শন ব্যক্তি, কিন্তু আপনি একজন ভিলেনও হতে পারেন।' এখানেই না থেমে কল্যাণ বলেন, 'আপনি একজন লেডি কিলার।' এরপর দুই নেতার মধ্যে তুমুল বিতর্ক দেখা দেয়। স্পিকার ওম বিড়লা বলেছেন যে মন্তব্যটি সংসদীয় রেকর্ড থেকে মুছে ফেলা হয়েছে।
কল্যাণের দাবি, সিন্ধিয়া যদি পরিবার থেকে মহারাজা হন, তবে তিনি কি সবাইকে নিকৃষ্ট মনে করেন? এই বিষয়ে সিন্ধিয়া বলেছেন যে আপনি ব্যক্তিগত মন্তব্য করছেন। আমার নাম জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। আমার পরিবার নিয়ে ভুল কথা বললে আমি তা সহ্য করব না। কেউ করবে না। যাইহোক, হইচই বাড়তে দেখে কল্যাণ তাঁর বক্তব্যের জন্য ক্ষমা চাইলেও সিন্ধিয়া বলেছেন যে তিনি ক্ষমা করবেন না। ক্ষমা চেয়ে কল্যাণ আরও বলেন, 'আমার উদ্দেশ্য সিন্ধিয়া বা অন্য কাউকে আঘাত করা ছিল না। আমি দুঃখিত।'
এর পরেই কেন্দ্রীয় মন্ত্রী সিন্ধিয়া উঠে দাঁড়িয়ে বলেন, 'আমরা সবাই এখানে দেশ গঠনে অবদান রাখতে এসেছি। আপনি নীতির সমালোচনা করতে পারেন। কিন্তু ব্যক্তিগত মন্তব্য করা উচিত নয়। প্রতিটি মানুষ আত্মসম্মান নিয়ে আসে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুঃখিত বলেছেন, কিন্তু আমি এই ক্ষমা গ্রহণ করছি না। তিনি দেশের নারীদের অপমান করেছেন।' কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন কথা বলতে শুরু করেন, তখনই হইচই পড়ে যায়। হট্টগোলের কারণে বিকেল ৫টা পর্যন্ত সংসদের কার্যক্রম মুলতবি করা হয়।
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে কেন্দ্র করে অধিবেশন আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বিজেপিও ঘুঁটি সাজাচ্ছে। তথ্য অনুযায়ী, বিজেপির মহিলা সাংসদরা কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর কাছে অভিযোগ জানিয়েছেন। মহিলা সাংসদের অভিযোগ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিরুদ্ধে কল্যাণ ব্যক্তিগত মন্তব্য করেছেন। মহিলা সাংসদদের দাবি, কল্যাণকে শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করতে হবে।