scorecardresearch
 

'BookMyCM, ৩০% কমিশন দিয়ে মুখ্যমন্ত্রীকে বুক করুন' পোস্টারে তোলপাড়

শনিবার সকালে কংগ্রেস ওয়ার্কিং কমিটির(CWC) প্রথম বৈঠকের আগে হায়দরাবাদের রাস্তায় রাস্তায় পড়ল পোস্টার। লেখা, ‘BookMyCM’। অভিনব পন্থায়, এভাবেই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন বিরোধীরা।

Advertisement
'BookMyCM, ৩০% কমিশন দিয়ে মুখ্যমন্ত্রীকে বুক করুন' পোস্টারে তোলপাড় 'BookMyCM, ৩০% কমিশন দিয়ে মুখ্যমন্ত্রীকে বুক করুন' পোস্টারে তোলপাড়
হাইলাইটস
  • শনিবার সকালে কংগ্রেস ওয়ার্কিং কমিটির(CWC) প্রথম বৈঠকের আগে হায়দরাবাদের রাস্তায় রাস্তায় পড়ল পোস্টার। লেখা, ‘BookMyCM’। অভিনব পন্থায়, এভাবেই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন বিরোধীরা।
  • পোস্টারে লেখা, 'Bookmycm- ভাল ডিল পাবেন @ 30% কমিশন।'
  • এই পোস্টার যুদ্ধের সূত্রপাত যদিও আগেই হয়েছে। এর আগে  হায়দরাবাদ শহর জুড়ে কংগ্রেসের বিরুদ্ধে একাধিক পোস্টার লাগানো হয়েছিল। কংগ্রেস জাতীয় নেতাদের বিরুদ্ধে পোস্টারে লেখা হয়েছিল 'দুর্নীতিগ্রস্ত কাজ' এবং 'কেলেঙ্কারির মাথাদের থেকে সাবধান'।

শনিবার সকালে কংগ্রেস ওয়ার্কিং কমিটির(CWC) প্রথম বৈঠকের আগে হায়দরাবাদের রাস্তায় রাস্তায় পড়ল পোস্টার। লেখা, ‘BookMyCM’। অভিনব পন্থায়, এভাবেই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন বিরোধীরা।

পোস্টারে লেখা, 'Bookmycm- ভাল ডিল পাবেন @ 30% কমিশন।'

এই পোস্টার যুদ্ধের সূত্রপাত যদিও আগেই হয়েছে। এর আগে  হায়দরাবাদ শহর জুড়ে কংগ্রেসের বিরুদ্ধে একাধিক পোস্টার লাগানো হয়েছিল। কংগ্রেস জাতীয় নেতাদের বিরুদ্ধে পোস্টারে লেখা হয়েছিল 'দুর্নীতিগ্রস্ত কাজ' এবং 'কেলেঙ্কারির মাথাদের থেকে সাবধান'।

আরও পড়ুন

শনিবার শীর্ষ কংগ্রেস নেতারা হায়দরাবাদে পুনর্গঠিত CWC-র প্রথম বৈঠকে যোগ দেন। পাঁচটি রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দলকে জেতানোর রোডম্যাপ নিয়ে আলোচনা করা হচ্ছে এই বৈঠকে।

তেলেঙ্গানার রাজধানীতে বসে এই গুরুত্বপূর্ণ বৈঠকের কারণ কী? বিশ্লেষকদের মতে, কংগ্রেস ওয়ার্কিং কমিটি (CWC) এমন স্থানে মিটিংয়ের মাধ্যমে কড়া বার্তা দিতে চাইছে। আসন্ন নির্বাচনে রাজ্যে বিআরএস সরকারকে ক্ষমতাচ্যুত করতে যে তারা কোনও চেষ্টার খামতি রাখবে না, তারই ইঙ্গিত এই মিটিংয়ের লোকেশন।

CWC-র বৈঠক সাধারণত দিল্লিতেই হয়। দিল্লির বাইরে বহু বছর পর এই প্রথম বৈঠক হচ্ছে। কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খার্গ জানিয়েছেন, দেশে গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার, অগ্রগতি এবং সাম্যের জন্য লড়বেন তাঁরা। নির্বাচনের আগে সেই লড়াইয়েরই প্রস্তুতি শুরু করেছেন তাঁরা। 

Advertisement