ক্যাডবেরির (Cadbury) চকোলেটে কি বিফ (Beef) থাকে? এই প্রশ্ন নিয়ে বেশ সরগরম সোশ্যাল মিডিয়া। এর মধ্যেই অবশ্য এই বিষয়ে টুইট করল ক্যাডবেরি ইন্ডিয়া। ক্যাডবেরির তরফে সাফাই দেওয়া হয়েছে যে, এটি ১০০ শতাংশ নিরামিশ এবং মানুষেরও কোনওরকম তথ্য শেয়ার করার আগে সেই বিষয়ে সম্পূর্ণ খোঁজখবর নেওয়া উচিত।
ক্যাডবেরি ইন্ডিয়া জানিয়েছে যে, "টুইটে যে স্ক্রিনশটগুলি শেয়ার করা হচ্ছে সেগুলি ভারতে তৈরি মনডেলিজ / ক্যাডবারি ইন্ডিয়ার পণ্য সম্পর্কিত নয়। ভারতে উৎপাদিত ও বিক্রি হওয়া সমস্ত পণ্যই 100 % নিরামিষ এবং র্যাপারের সবুজ বিন্দুটি সেটিই প্রমাণ করে।"
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় একটি স্ক্রিনশট শেয়ার করে দাবি করা হয় যে, সংস্থাটি তার অনেক পণ্যতে জিলেটিন ব্যবহার করে এবং সংস্থাটি বলেছে যে এতে হালাল করা মাংস ব্যবহার করা হয়। তবে ঘটনার সূত্রপাত অবশ্য অস্ট্রেলিয়ায়। সেইসময় ক্যাডবেরি অস্ট্রেলিয়া জানিয়েছিল এর উৎপাদনে যে বিফ ব্যাবহর করা হয় তা হালাল করা মাংস। সেই বিবৃতি পেয়েই পৃথিবীর বিভিন্ন দেশে হিন্দু গ্রাহকেরা ক্যাডবেরির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। প্রশ্ন উঠতে থাকে তাহলে অন্যান্য দেশে, বিশেষত ভারতে কী ব্যবহার হয়? তবে কি ক্যাডবেরি হিন্দুদের বিফ খেতে বাধ্য করছে? এমনকী ক্যাডবেরিকে বয়কটের অভিযানও চালান হয়। তার প্রেক্ষিতেই ক্যাডবেরি ইন্ডিয়ার এই সাফাই বলে মনে করা হচ্ছে।