দিল্লি, ৩ অক্টোবর : হাথরস কাণ্ডে এবার সিবিআই তদন্তের নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মনে করা হচ্ছে ঘরে-বাইরে প্রবল চাপের মুখে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি।
চলতি বছরের ১৪ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের হাথরসে একদল পুরুষের যৌন লালসার শিকার হয় ১৯ বছরের এক দলিত কিশোরী। তার ওপর পাশবিক অত্যাচার করা হয়। ভেঙে দেওয়া হয় তার শরীরের একাধিক হাড়। কেটে নেওয়া হয় জিভও।
এরপর এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়ে নানা প্রতিকূলতার সম্মূখীন হতে হয় নির্যাতিতা ও তার পরিবারকে। তদন্তের নামে সিট গঠিত হলেও, তদন্ত প্রক্রিয়ায় গাফিলতি ও অসহযোগিতার অভিযোগ ওঠে পুলিশ প্রসাশনের ওপর।
ঘটনার কথা সামনে আসতেই প্রতিবাদে জ্বলে ওঠে গোটা দেশ। বিরোধীরা যোগী ও কেন্দ্রে মোদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশি বাধার সম্মূখীন হন রাহুল, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের প্রতিনিধি দল। ধস্তাধস্তিতে মাটিতে পড়ে যান রাহুল। এই পরিস্থিতির শিকার হয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। সেখানেও আক্রান্ত হল দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়ান সহ একাধিক নেতৃত্ব।
এদিকে, শুধু বিরোধীরাই নয়, দলের অন্দরেও হাথরস কাণ্ডে যোগী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল গত কয়েকদিন ধরেই। অভিযোগ ছিল নির্যাতিতার পরিবারকে বারংবার মানসিকভাবে নির্যাতন করছে উত্তরপ্রদেশ পুলিশ। এমনকি, স্থানীয় পুলিশ আধিকারিকের কথায় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে যায় যখন তিনি গোটা ঘটনাটিকে মিথ্যা অভিযোগ বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন।
মনে করা হচ্ছে এরপরই প্রবল চাপের মুখে এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।