মণিপুরে মহিলাদের নগ্ন হয়ে ঘোরানোর ঘটনার তদন্তভার নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এই ঘটনায় এফআইআর নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে সিবিআই। এদিকে ইম্ফলে মেইতেই সম্প্রদায়ের মহিলারা তাদের শক্তি প্রদর্শন করেছেন।
আজ শনিবার, হাজার হাজার মেইতেই মহিলা ইম্ফলের রাস্তায় নেমে শান্তি মিছিল করেন। মিছিলে মহিলারা শান্তির আবেদন জানান। দাবি ওঠে, কুকি সম্প্রদায়ের জন্য প্রশাসনের আলাদা কোনও নিয়ম করা উচিত নয়। মণিপুরের অখণ্ডতা বজায় রাখতে হবে। এনআরসি কার্যকর করার পাশাপাশি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান বন্ধ না করারও দাবি জানান তাঁরা।
অন্যদিকে, মায়ানমার থেকে আসা অবৈধ অভিবাসীদের বায়োমেট্রিক ডেটা সংগ্রহের নির্দেশ দিয়েছে মণিপুর সরকার। স্বরাষ্ট্র দফতরের জারি করা এক বিশেষ আদেশে বলা হয়েছে, সব পুলিশ সুপারকে সেপ্টেম্বরের মধ্যে অবৈধ অভিবাসীদের বায়োমেট্রিক ডেটা সংগ্রহের কাজ শেষ করতে হবে। ৩ মে প্রথমবারের মতো সহিংসতা শুরু হয়।
নারী নির্যাতনের এই ঘটনাটি ঘটেছে ৪ মে। তবে গত সপ্তাহে ভিডিওটি প্রকাশ্যে এসেছে। ঘটনার পর থেকে মণিপুরের পাহাড়ি এলাকায় উত্তেজনা বেড়ে যায়। ৩ মে রাজ্যে প্রথমবারের মতো জাতিগত সহিংসতা শুরু হয়। মণিপুরে, সংখ্যাগরিষ্ঠ মেইতি সম্প্রদায়কে তফসিলি উপজাতির মর্যাদা দেওয়ার দাবির বিরোধিতা করা হচ্ছে।