scorecardresearch
 

Happy New Year: ২০২৪-কে স্বাগত! নতুন বছরে আনন্দে মাতল দেশবাসী, দেখুন বিভিন্ন শহরের ছবি

আজ রাত ১২টায় ভারতসহ অন্যান্য দেশে নববর্ষ উদযাপন হয়েছে। দেশের প্রতিটি প্রান্তের মানুষ আনন্দের মেজাজে নববর্ষ উদযাপন করছে। সর্বত্র পার্টির মেজাজ। উদ্দাম-উদ্দীপনায়  নতুন বছরকে বরণ করছেন সকলে। জম্মু ও কাশ্মীরের গুলমার্গে নববর্ষ উদযাপনের জন্য প্যান্ডেল সাজানো হয়েছে। এই নিয়ে পর্যটকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মেজাজ। ৩১ ডিসেম্বর বারাণসীর দশাশ্বমেধ ঘাটে বড় করে গঙ্গা আরতিও করা হয়।

Advertisement
নববর্ষ উদযাপন নববর্ষ উদযাপন
হাইলাইটস
  • আজ রাত ১২টায় ভারতসহ অন্যান্য দেশে নববর্ষ উদযাপন হয়েছে।
  • শের প্রতিটি প্রান্তের মানুষ আনন্দের মেজাজে নববর্ষ উদযাপন করছে। সর্বত্র পার্টির মেজাজ।
  • উদ্দাম-উদ্দীপনায়  নতুন বছরকে বরণ করছেন সকলে। জম্মু ও কাশ্মীরের গুলমার্গে নববর্ষ উদযাপনের জন্য প্যান্ডেল সাজানো হয়েছে।

আজ রাত ১২টায় ভারতসহ অন্যান্য দেশে নববর্ষ উদযাপন হয়েছে। দেশের প্রতিটি প্রান্তের মানুষ আনন্দের মেজাজে নববর্ষ উদযাপন করছে। সর্বত্র পার্টির মেজাজ। উদ্দাম-উদ্দীপনায়  নতুন বছরকে বরণ করছেন সকলে। জম্মু ও কাশ্মীরের গুলমার্গে নববর্ষ উদযাপনের জন্য প্যান্ডেল সাজানো হয়েছে। এই নিয়ে পর্যটকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মেজাজ। ৩১ ডিসেম্বর বারাণসীর দশাশ্বমেধ ঘাটে বড় করে গঙ্গা আরতিও করা হয়।

হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এদিন সিমলার ম্যাল রোডে নববর্ষ উদযাপনে অংশ নেন।

হিমাচল প্রদেশে নববর্ষ উদযাপনের জন্য সিমলার ম্যাল রোডে প্রচুর সংখ্যক মানুষ জড়ো হন।
 

আরও পড়ুন

চেন্নাই: নববর্ষে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরকে আলোকসজ্জায় সাজানো হয়েছে।
 


উত্তরপ্রদেশের বারাণসীর দশাশ্বমেধ ঘাটে বছরের শেষ দিনে জমকালো আরতির আয়োজন করা হয়েছিল।
 

Advertisement

দিল্লির কালকাজি মন্দিরে ভক্তদের ভিড় 
রাজধানী দিল্লিতেও পালিত হচ্ছে নববর্ষ। মন্দিরগুলোতেও ভক্তদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। নববর্ষের আগের দিন থেকেই দিল্লির বিখ্যাত কালকাজি মন্দিরে ভক্তদের ঢল নেমেছে। প্রায় দেড় থেকে দুই লাখ ভক্ত কালকাজী মন্দিরে দর্শন করেন। দীর্ঘ লাইন দিয়ে মন্দিরে পৌছান ভক্তরা। ভক্তদের ভিড় মাথায় রেখে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

কলকাতায় পার্টির মেজাজ
কলকাতায় পার্ক স্ট্রিটেও এদিন পার্টির মেজাজ। এছাড়া সল্টলেক, রাজারহাটের পাবগুলিতেও এদিন ছিল পার্টিগোয়ারদের ভিড়।

Advertisement