scorecardresearch
 

G20 Venue Flood: বৃষ্টিতে ভাসছে দিল্লিতে G20 সামিটের ভেন্যু? বিরোধীদের দাবিতে PIB বলছে 'বিভ্রান্তিমূলক'

রবিবার দিল্লিতে একটানা বৃষ্টি হয়। G20 শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিন ছিল এদিন। আর সেই সময়েই সেখানে জল জমে গিয়েছে বলে অনলাইনে দাবি ওঠে। কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলের নেতারা দাবি করেন, রবিবার ভোরবেলা দিল্লিতে প্রবল বর্ষণের পরে শীর্ষ সম্মেলনের স্থানে হাঁটুজল দাঁড়িয়ে যায়। 

Advertisement
G20 শীর্ষ সম্মেলনের অনুষ্ঠান স্থল নাকি বৃষ্টির জলে ভেসে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় কেন্দ্র বিরোধী দলের অনেকেই এমন দাবি করেছেন। G20 শীর্ষ সম্মেলনের অনুষ্ঠান স্থল নাকি বৃষ্টির জলে ভেসে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় কেন্দ্র বিরোধী দলের অনেকেই এমন দাবি করেছেন।
হাইলাইটস
  • G20 শীর্ষ সম্মেলনের অনুষ্ঠান স্থল নাকি বৃষ্টির জলে ভেসে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় কেন্দ্র বিরোধী দলের অনেকেই এমন দাবি করেছেন।
  • কিন্তু এই দাবি বিভ্রান্তিমূলক, সাফ জানিয়ে দিন কেন্দ্র। 
  • রবিবার দিল্লিতে একটানা বৃষ্টি হয়। G20 শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিন ছিল এদিন। আর সেই সময়েই সেখানে জল জমে গিয়েছে বলে অনলাইনে দাবি ওঠে।

G20 শীর্ষ সম্মেলনের অনুষ্ঠান স্থল নাকি বৃষ্টির জলে ভেসে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় কেন্দ্র বিরোধী দলের অনেকেই এমন দাবি করেছেন। কিন্তু এই দাবি বিভ্রান্তিমূলক, সাফ জানিয়ে দিন কেন্দ্র। 

রবিবার দিল্লিতে একটানা বৃষ্টি হয়। G20 শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিন ছিল এদিন। আর সেই সময়েই সেখানে জল জমে গিয়েছে বলে অনলাইনে দাবি ওঠে। কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলের নেতারা দাবি করেন, রবিবার ভোরবেলা দিল্লিতে প্রবল বর্ষণের পরে শীর্ষ সম্মেলনের স্থানে হাঁটুজল দাঁড়িয়ে যায়। 

কেন্দ্রীয় সরকারের প্রেস ব্যুরো এই দাবি উড়িয়ে দিয়েছে। তারা জানিয়েছে, রাতভর বৃষ্টির সঙ্গে সঙ্গে পাম্প চালিয়ে দেওয়া হয়। কোথাও জল দাঁড়াতে দেওয়া হয়নি।

আরও পড়ুন

এদিকে তার আগে পর্যন্ত বিজেপি-বিরোধী দলগুলি সেই ভুয়ো ছবি, ভিডিও শেয়ার করতে থাকে। তারা দাবি করে, ৪,০০০ কোটি টাকা ব্যয়ে তৈরি এই ভেন্যুতেও জল দাঁড়াচ্ছে। কেন্দ্রের গাফিলতি এবং দুর্নীতির কারণে এই অবস্থা বলে দাবি করেন তাঁরা। এর ফলে বিশ্বের কাছে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলেও দাবি করেন অনেকে। 

তৃণমূল কংগ্রেসের সাকেত গোখলে তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, এক সাংবাদিক জানিয়েছেন, জি টোয়েন্টি সামিটের ভেন্যু বৃষ্টিতে ভেসে গিয়েছে। ৪,০০০ কোটি টাকা খরচের পর এই হল পরিকাঠামোর হাল। জি টোয়েন্টি সামিটের ৪,০০০ কোটি টাকার তহবিলের ঠিক কতটা মোদী সরকার আত্মসাৎ করেছে?'

কংগ্রেসও এই জল দাঁড়ানোর দাবি সমর্থন করে। তারা বলে, 'ভারত মন্ডপমে অবস্থা ভারতের ফাঁপা উন্নয়নের ছবিটা তুলে ধরেছে। প্রায় ২,৭০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। একদিনের বৃষ্টিতেই জল দাঁড়িয়ে গিয়েছে।'

Advertisement