scorecardresearch
 

Haryana: হঠাত্‍ CM পদে ইস্তফা খট্টরের, ভাঙছে জোট, হরিয়ানায় ধাক্কা BJP-র, কী চলছে?

৯০ আসনের হরিয়ানা বিধানসভায় বিজেপি বিধায়ক রয়েছেন ৪১ জন, কংগ্রেসের ৩০, জেজেপি-র ১০ ও ৭ জন নির্দল বিধায়ক রয়েছেন। এছাড়া ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল ও এইচএলপি থেকে একজন করে বিধায়ক রয়েছেন। ৪৬ বা তার বেশি আসন থাকলেই সংশ্লিষ্ট দল বা জোট সরকার গড়তে পারবে হরিয়ানায়। 

Advertisement
Manohar lal Khattar Manohar lal Khattar
হাইলাইটস
  • ইস্তফাপত্র জমা দিয়েছেন মনোহরলাল খট্টর
  • হরিয়ানা বিধানসভায় ম্যাজিক ফিগার ৪৬
  • ঠিক কী চলছে হরিয়ানায়?

লোকসভা ভোটের (Lok Sabha Elections 2024) দোরগোড়ায় হরিয়ানায় জোর ধাক্কা খেল বিজেপি (BJP)। হরিয়ানায় (Haryana) ভেঙে গেল বিজেপি ও জননায়ক জনতা পার্টি (JJP) জোট। যার নির্যাস, মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন মনোহরলাল খট্টর। 

ইস্তফাপত্র জমা দিয়েছেন মনোহরলাল খট্টর

আজ অর্থাত্‍ মঙ্গলবার সকালে রাজভবনে গিয়ে ইস্তফাপত্র জমা দিয়েছেন মনোহরলাল খট্টর। এবার নতুন মুখ্যমন্ত্রী ঠিক করতে বৈঠক করছেন হরিয়ানার বিজেপি বিধায়করা। ইতিমধ্যেই হরিয়ানায় বিজেপি-র দলীয় পর্যবেক্ষক অর্জুন মুন্ডা, বিপ্লব দেব ও তরুণ ছাগ চণ্ডীগড় পৌঁছে গিয়েছেন। হরিয়ানায় সম্ভবত ৬ জন নির্দল বিধায়ক ও হরিয়ানা লোকহীত পার্টি-র এক বিধায়ককে নিয়ে নতুন করে সরকার গড়বে বিজেপি। 

আরও পড়ুন

হরিয়ানা বিধানসভায় ম্যাজিক ফিগার ৪৬

৯০ আসনের হরিয়ানা বিধানসভায় বিজেপি বিধায়ক রয়েছেন ৪১ জন, কংগ্রেসের ৩০, জেজেপি-র ১০ ও ৭ জন নির্দল বিধায়ক রয়েছেন। এছাড়া ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল ও এইচএলপি থেকে একজন করে বিধায়ক রয়েছেন। ৪৬ বা তার বেশি আসন থাকলেই সংশ্লিষ্ট দল বা জোট সরকার গড়তে পারবে হরিয়ানায়। 

ঠিক কী চলছে হরিয়ানায়?

লোকসভা ভোটে আসন সমঝোতা নিয়েই মূলত বিজেপি ও জেজেপি-র সংঘাত শুরু হয়। ২০১৯ সালে হরিয়ানায় ১০টি লোকসভা আসনেই জয় পেয়েছিল বিজেপি। এ বারের লোকসভায় জেজেপি দুটি আসনে লড়তে চেয়েছিল। কিন্তু বিজেপি একটি আসনও ছাড়তে রাজি নয়। হরিয়ানায় গত বিধানসভা ভোটে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জেজেপি-র সঙ্গে জোট গড়ে সরকার গড়েছিল হরিয়ানায়। 

Advertisement