scorecardresearch
 

Weather Update: ঠান্ডায় কাশ্মীরকে হারাল দিল্লি, গত ২০ বছরে নয়া রেকর্ড ভূস্বর্গে

শনিবার উপত্যকায় সর্বোচ্চ তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল। যা গত ২০ বছরে সর্বোচ্চ। রবিবার সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মরশুমের শীতলতম সকাল রাজধানীতে।

Advertisement
ফাইল চিত্র। ফাইল চিত্র।
হাইলাইটস
  • ঠান্ডায় কাশ্মীরকে হারিয়ে দিল দিল্লি।
  • রবিবার সকালে রাজধানীতে পারদ নেমেছে ৩.৫ ডিগ্রি সেলসিয়াসে।
  • নতুন বছরের শুরু থেকে কাশ্মীরে আবহাওয়ার তারতম্য চোখে পড়ছে।

ঠান্ডায় কাশ্মীরকে হারিয়ে দিল দিল্লি। শনিবার উপত্যকায় সর্বোচ্চ তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল। যা গত ২০ বছরে সর্বোচ্চ। রবিবার সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মরশুমের শীতলতম সকাল রাজধানীতে। 

নতুন বছরের শুরু থেকে কাশ্মীরে আবহাওয়ার তারতম্য চোখে পড়ছে। জানুয়ারি মাসে ভূস্বর্গে তুষারপাতের ঘাটতি ১০০ শতাংশ। শুষ্ক আবহাওয়া এবং তুষারপাত না-হওয়ার কারণে কাশ্মীরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস উপরে থাকছে। 

অন্য দিকে, হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে দিল্লি। রবিবার সকালে রাজধানীতে পারদ নেমেছে ৩.৫ ডিগ্রি সেলসিয়াসে। লোধী রোড এলাকায় আরও ঠান্ডা। সেখানে পারদ নেমেছে ৩.৪ ডিগ্রিতে। ভোর থেকেই দিল্লি-এনসিআর এলাকায় ঘন কুয়াশা। যার জেরে কমে গিয়েছে দৃশ্যমানতা। 

আরও পড়ুন

ঘন কুয়াশার কারণে দিল্লিগামী প্রায় ২২টি ট্রেন দেরিতে চলছে। বিঘ্নিত হয়েছে বিমান পরিষেবা। গতকাল দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছিল ৩.৬ ডিগ্রি সেলসিয়াস। 

অন্য দিকে, শীতের ঝোড়ো ইনিংস চলছে পশ্চিমবঙ্গেও। শনিবার থেকেই কলকাতা-সহ এ রাজ্যের জেলাগুলিতে পারদ নেমেছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে। রবিবারও শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে ছিল। রবিবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। রবিবার দক্ষিণবঙ্গের পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ৬.৫ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিঙেও পারদ নেমেছে ৬.৫ ডিগ্রিতে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আাপতত রাজ্যে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আগামী সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার কলকাতা-সহ রাজ্যের সব জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। রবি ও সোমবার পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে শৈত্যপ্রবাহ হতে পারে। 

Advertisement