scorecardresearch
 

লখিমপুরে চাষিদের পিষে চলে যাচ্ছে গাড়ি, কংগ্রেসের Video ভাইরাল

ভিডিওটিতে দেখা যাচ্ছে, কৃষকরা প্রতিবাদ জানিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। সেই সময় একটি জিপ দ্রুতগতিতে তাঁদের ধাক্কা দিয়ে চলে যায়। ভিডিওটিতে আরও দেখা যাচ্ছে, জিপটি সাদা জামা ও সপুজ পাগড়ি পরা এক ব্যক্তিকে ধাক্কা দেয়। তিনি জিপের বোনেটের ওপরে পড়ে যান। বাকিরা প্রাণ বাঁচাতে রাস্তার পাশে ঝাঁপ দেন।

Advertisement
কংগ্রেসের শেয়ার করা ভিডিওর স্ক্রিনশট কংগ্রেসের শেয়ার করা ভিডিওর স্ক্রিনশট
হাইলাইটস
  • সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার কংগ্রেসের
  • লখিমপুর খেরির ভিডিও বলে দাবি
  • ভিডিওর সত্যতা যাচাই করেনি আজতক বাংলা

উত্তরপ্রদেশের লখিমপুর খেরির (Lakhimpur Kheri) ঘটনার পর ট্যুইটারে একটি ভিডিও শেয়ার করেছে কংগ্রেস। ভিডিওটি লখিমপুরের বলে দাবি কংগ্রেসের। একইসঙ্গে মোদী সরকারে নীরবতা বিষয়টিকে আরও জটিল করে তুলেছে বলেও মন্তব্য করেছে হাত শিবির। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি আজতক বাংলা। 

ভিডিওটিতে দেখা যাচ্ছে, কৃষকরা প্রতিবাদ জানিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। সেই সময় একটি জিপ দ্রুতগতিতে তাঁদের ধাক্কা দিয়ে চলে যায়। ভিডিওটিতে আরও দেখা যাচ্ছে, জিপটি সাদা জামা ও সপুজ পাগড়ি পরা এক ব্যক্তিকে ধাক্কা দেয়। তিনি জিপের বোনেটের ওপরে পড়ে যান। বাকিরা প্রাণ বাঁচাতে রাস্তার পাশে ঝাঁপ দেন। কিন্তু আশ্চর্যজনকভাবে ঘটনার পর না থেমে বা আহতদের শারীরিক পরিস্থিতি পরীক্ষা না করে নিজের মতো চলতে থাকে জিপটি। আর সেটিকে অনুসরণ করে চলতে থাকে আরও একটি কালো গাড়ি। ঘটনার পর রাস্তার পাশে কমপক্ষে হাফ ডজন ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। ঘটনায় এখনও পর্যন্ত ৪ কৃষক সহ মোট ৮ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।  


প্রসঙ্গত লখিমপুর খেরির এই ঘটনায় শুধু উত্তরপ্রদেশ নয় গোটা দেশ জুড়েই শুরু হয়েছে তোলপাড়। কেন্দ্রের মোদী ও রাজ্যের যোগী সরকারের তীব্র সমালোচনায় নেমেছেন বিরোধীরা। সোমবারই লখিমপুরে যাওয়ার পথে আটক করা হয় অখিলেশ যাদব (Akhilesh Yadav) ও প্রিয়াঙ্কা গান্ধী বঢড়াকে (Priyanka Gandhi Vadra)। সরকারের এই মনোভাবকে তীব্র কটাক্ষ করেন প্রিয়াঙ্কা-অখিলেশ উভয়েই। ঘটনার কড়া সমালোচনা করেছে তৃণমূলও। এমনকী উত্তরপ্রদেশে প্রতিনিধিও পাঠান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

অন্যদিকে এই ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তবে আশিস মিশ্রর দাবি, ঘটনার সময় তিনি কনভয়ের কোনও গাড়িতেই উপস্থিত ছিলেন না। একইসঙ্গে হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি ঘটনার তদন্ত করবেন বলেও জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার। পাশাপাশি মৃত কৃষকদের পরিবারগুলিকে ৪৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণও ঘোষণা করা হয়েছে। 

Advertisement

 

Advertisement