কৃষি আইন (Farm Law) বাতিলের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)-কে চিঠি দিলেন কংগ্রেস নেতা (Congress Leader) অধীর চৌধুরী (Adhir Chowdhury)। রবিবার তিনি ওই চিঠি দিয়েছেন আর্জি জানিয়েছেন। অধীর জানিয়েছেন, কোটি কোটি কৃষকের স্বার্থে ওই আইন বাতিল করা হোক।
এদিন লোকসভার কংগ্রেস নেতা অধীর চৌধুরি একই দাবি জানিয়ে টুইটও করেছেন। মানুষের স্বার্থে ওই আইন বাতিলের দাবি জানিয়েছেন তিনি। এর আগেও বিল, আইন বাতিল করার উদাহরণ তুলে ধরেছেন তিনি। মানুষের উপকারের জন্যই এমন সিদ্ধান্ত আগেও নেওয়া হয়েছে। সে কথাই মনে করিয়ে দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীকে তাঁর পরামর্শ, এটা প্রেস্টিজ ইস্যু বানাবেন না।
Request you not to make it a prestige issue Sh @narendramodi Ji.
— Adhir Chowdhury (@adhirrcinc) December 6, 2020
The Govt must bow to the supreme will & aspirations of the people and accordingly repeal the Farmer's law at the earliest,
as the livelihood of millions of farmers is at stake#FarmerProtest pic.twitter.com/4LdMAIqlv0
দু'পাতার চিঠিতে অধীরবাবু লিখেছেন, "দেশজুড়ে কৃষকেরা আন্দোলনে নেমেছেন। তাঁরা নতুন তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেছেন এই আইনগুলি কর্পোরেটদের অনেক সুবিধা করে দেবে। কিন্তু এগুলি কৃষিবিরোধী। এবং তার ফলে কৃষকদের আয় কমে যাবে।"
অধীর চৌধুরীর দাবি, এই তিনটি আইনের ফলে কৃষকেরা ন্যূনতম সহায়ক মূল্য আর পাবেন না। এটা তাঁরা সবুজ বিপ্লবের সময় থেকে পেয়ে আসছেন। সংসদের কৃষি সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটিতে এ ব্যাপারে কোনও আলাপ-আলোচনা করা হয়নি। এবং দ্রুত এগুলি পাশ করিয়ে নেওয়া হয়েছে।
তিনি লিখেছেন, "আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই, গণতন্ত্রে সরকার হল মানুষের জন্য। আপনার কাছে অনুরোধ জানাব, আপনি এটাকে প্রেস্টিজ ইস্যু বানাবেন না। মানুষ যা চাইছে, সেই ইচ্ছেকে সম্মান দিন। এবং সরকার সেই ইচ্ছের কাছে নত হোক। কোটি কোটি মানুষের রুটিরুজি জড়িয়ে আছে এর সঙ্গে। তাই কৃষি আইন বাতিল করা হোক।"
অধীরের মতে, "সেইসঙ্গে আপনাকে আরও মনে করিয়ে দিতে চাইব, এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে বিল বা আইন বাতিল করা হয়েছে। যেমন ১৮৯৪ সালের জমি অধিগ্রহণ আইন বাতিল করা হয়েছিল ২০১৩ সালে।"
নয়া কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকেরা। তাঁদের সংহতি জানিয়েছে জেশের বিভিন্ন গণসংগঠন। কৃষক সংগঠনগুলি মঙ্গলবার ভারত বনধের ডাক দিয়েছে।