scorecardresearch
 

Rahul Gandhi: রাহুলের দাবি 'আমাকে আটকানো হয়', 'ইচ্ছে করে রাহুল এসব করেন'; পাল্টা শিবরাজ

Rahul Gandhi: সবার আগে লোকসভায় বিপক্ষ দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস অধ্যক্ষ মল্লিকার্জুন খাড়্গে প্রেসবার্তা জারি করেন। এই সময় রাহুল গান্ধী জানান যে, সংসদে বিজেপি আদানি মামলার ওপর আলোচনা আটকানোর চেষ্টা করছে। বিজেপি শুরু থেকে এর উপর থেকে মনোযোগ সরানোর চেষ্টা করছিল।

Advertisement
রাহুলের দাবি 'আমাকে আটকানো হয়', 'ইচ্ছে করে রাহুল এসব করেন'; পাল্টা শিবরাজ রাহুলের দাবি 'আমাকে আটকানো হয়', 'ইচ্ছে করে রাহুল এসব করেন'; পাল্টা শিবরাজ

Rahul Gandhi Shibraj Singh Choudhan: সংসদে ধাক্কাধাক্কি কাণ্ড নিয়ে বিজেপি এবং কংগ্রেস এখন পাল্টা বয়ান দিয়েছে। বিজেপি তাদের সাংসদদের ধাক্কা দেওয়ার অভিযোগ এনেছেন রাহুল গান্ধীর বিরুদ্ধে। যার মধ্যে সাংসদ প্রতাপ সারঙ্গি এবং মুকেশ রাজপুত জখম হয়েছেন এবং হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ঘটনায় বিজেপি এবং কংগ্রেস দুই দলই সংসদ থানায় অভিযোগ দায়ের করেছে। ধাক্কাধাক্কি কান্ডের পর কংগ্রেস এবং বিজেপি দুই দলই সাংবাদিক বৈঠক করেছে।

বিজেপি সাংসদ আমাদের সদনে ঢুকতে দিচ্ছিলেন না রাহুল
সবার আগে লোকসভায় বিপক্ষ দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস অধ্যক্ষ মল্লিকার্জুন খাড়্গে প্রেসবার্তা জারি করেন। এই সময় রাহুল গান্ধী জানান যে, সংসদে বিজেপি আদানি মামলার ওপর আলোচনা আটকানোর চেষ্টা করছে। বিজেপি শুরু থেকে এর উপর থেকে মনোযোগ সরানোর চেষ্টা করছিল। এরপরে স্বরাষ্ট্রমন্ত্রীর আম্বেদকরকে নিয়ে বয়ান সামনে আসে। বিজেপির ভাবনা-চিন্তা আম্বেদকর বিরোধী। আজকে আরও একবার বিজেপি নতুন ব্যাখ্যা করে। আমরা আজ সংসদে যাচ্ছিলাম, সংসদের সিঁড়িতে বিজেপির সাংসদরা লাঠি নিয়ে দাঁড়িয়েছিলেন এবং আমাদের ভেতরে যেতে বাধা দিচ্ছিলেন।আমরা শান্তিপূর্ণভাবে সংসদে যাচ্ছিলাম। তিনি বলেন যে রাষ্ট্রপতির ইস্তফা দেওয়া উচিত এবং সঙ্গে আম্বেদকারকে অপমানের বিষয়ে তারা ক্ষমাও চান।

রাহুল গান্ধী জেনে বুঝে আমাদের বিরোধ প্রদর্শনে ঢুকে যান
কংগ্রেসের প্রেস কনফারেন্সের ঠিক পরেই কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রেস কনফারেন্স করেন এবং কংগ্রেসের ওপর পাল্টা আক্রমণ করেন। তিনি বলেন, আমরা এখন এমন মল্লিকার্জুন এবং রাহুল গান্ধী বক্তব্য শুনেছি। আমরা ভেবেছিলাম তিনি ক্ষমা চাইবেন। কিন্তু তিনি প্রেস কনফারেন্স করেননি। আমি জানি না, উনি কেন প্রেস কনফারেন্স করলেন। শিবরাজ সিং বলেছেন যে, আমরা ভাবতেও পারিনি যে আজকে সংসদে এই ধরনের ঘটনা ঘটবে। যখন আমরা বিজেপি সাংসদ বিরোধ প্রদর্শন করছিলাম। তখন রাহুল গান্ধী সেখানে পৌঁছন এবং নিরাপত্তা রক্ষীরা রাহুল গান্ধীকে অন্য রাস্তা দিয়ে যাওয়ার কথা বলেন। কিন্তু রাহুল গান্ধী জেনে বুঝে আমাদের বিক্ষোভের মধ্যে ঢুকে পড়েন।

Advertisement

রাহুল গান্ধী আমাদের সংসদের সঙ্গে দুর্ব্যবহার করেন
শিবরাজ সিং বলেন যে সেখানে পৌঁছানোর পর রাহুল গান্ধী আমাদের সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করেন। এই সময়ে প্রতাপ সারঙ্গী বিজেপি সাংসদ গুরুতরভাবে আহত হন। তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। তাঁর এখনও চিকিৎসা চলছে। কংগ্রেস নেতা কি এখন এসব করবেন? আমাদের রাজ্যসভার সংসদ ও রাহুল গান্ধীর ওপর গুরুতরক এনেছেন। তিনি বলেন যা আমি রাহুল গান্ধীর কাছে জানতে চাই যে এটাই ভারতের সংস্কৃতি নাকি? এরকম ব্যবহার করা কি উচিত?

কংগ্রেস গণতন্ত্রকে পদদলিত করেছে
কেন্দ্রীয় মন্ত্রী শিবরাত্রি চৌহান বলেন যে কংগ্রেস গণতন্ত্রকে মারিয়ে দিয়েছে। আসনের মর্যাদাকে পায়ের তলায় পিষে দিয়েছে। মহিলা সংসদদের সঙ্গে অশোভনীয় আচরণ করেছে। আমাদের সংসদের মধ্যে রাহুল গান্ধী ধাক্কাধাক্কি করেন।কংগ্রেস সাংসদ অন্য দরজা দিয়ে যেতে পারতেন কিন্তু রাহুল মকরদ্বার দিয়েই যাওয়ার চেষ্টা করেন। আজকে যা হয়েছে তাতে আমি স্তম্ভিত। এখন কি গুন্ডারা সংসদে আসবেন? কংগ্রেস কোন দিকে যাচ্ছে? এটা কেবল দুর্ভাগ্যপূর্ণ তাই নয় বরং চমকানোর মতো ঘটনা। আমরা দিল্লী পুলিশের কাছে অভিযোগ করেছি এবং আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করব।

 

Advertisement