scorecardresearch
 

Covid 19 India: ফের মাস্ক পরতে হবে? জারি হবে COVID বিধিনিষেধ? যা জানা গেল...

গত ২ সপ্তাহে দেশে করোনায় ২৩ জনের মৃত্য়ু হয়েছে। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৫৮ জন। গত ২৪ ঘণ্টায় কেরলে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

Advertisement
दिल्ली-NCR में कोरोना की 7 महीने बाद एंट्री हुई है (फाइल फोटो) दिल्ली-NCR में कोरोना की 7 महीने बाद एंट्री हुई है (फाइल फोटो)
হাইলাইটস
  • গত ২ সপ্তাহে দেশে করোনায় ২৩ জনের মৃত্য়ু হয়েছে।
  • গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৫৮ জন।
  • গত ২৪ ঘণ্টায় কেরলে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

বছর শেষে দেশে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে করোনাভাইরাস। করোনার নয়া উপপ্রজাতি JN.1 ঘিরে ক্রমেই আতঙ্ক বাড়ছে। এই পরিস্থিতিতে দেশে কি আবার চালু করা হবে করোনার বিধিনিষেধ? মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখার মতো একগুচ্ছ নিয়ম কি আবার পালন করতে হবে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সর্বত্র। এই নিয়ে জল্পনাও চলছে নানা মহলে। তবে সূত্রের খবর, আপাতত দেশে মাস্ক পরা কিংবা ভ্রমণে নিষেধাজ্ঞার মতো কোনও বিধিনিষেধ জারি করা হচ্ছে না। 

দেশের মধ্যে কেরলে প্রথম কোভিডের নয়া উপপ্রজাতি JN.1-এর হদিশ পাওয়া গিয়েছে। এই উপপ্রজাতির দাপটে নতুন করে করোনার বাড়বাড়ন্ত শুরু হয়েছে বিশ্বের নানা দেশে। ভারতেও সংক্রমণ বাড়ছে। দেশের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি কেরলে। JN.1-এ আক্রান্ত হয়েছেন ৭৯ বছর বয়সি এক মহিলা। কেরলের ওই বৃদ্ধার শরীরে করোনার এই নতুন প্রজাতির প্রথম সন্ধান পাওয়া গিয়েছে। গত ১৮ নভেম্বর ওই বৃদ্ধার করোনা পরীক্ষা করানো হয়েছিল। গত ৮ ডিসেম্বর তাঁর শরীরে করোনার এই নতুন উপপ্রজাতির হদিশ পাওয়া গিয়েছে। 

গত ২ সপ্তাহে দেশে করোনায় ২৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৫৮ জন। গত ২৪ ঘণ্টায় কেরলে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। দেশে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ৩৩ হাজার ৩২৭। কেরল, কর্নাটক, গুজরাট, তামিলনাড়ু এবং মহারাষ্ট্রে নতুন করে সংক্রমণের হদিশ পাওয়া গিয়েছে। 

আরও পড়ুন

করোনার সংক্রমণ বৃদ্ধি সত্ত্বেও এখনই দেশে কোনও বিধিনিষেধ জারি করা হচ্ছে না। ভ্রমণে বিধিনিষেধ, মাস্ক পরার মতো নিয়মাবলী এখনই জারি করা হবে না বলেই খবর। বিমানবন্দরে আরটি-পিসিআর পরীক্ষাও বাধ্যতামূলক করার সম্ভাবনা নেই। 

দেশে হঠাৎ করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় তৎপর হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বুধবার পর্যালোচনা বৈঠক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বৈঠকের নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয়। সব রাজ্যকে সতর্ক করা হয়েছে। করোনা পরিস্থিতির দিকে সর্বক্ষণ নজর রাখা হচ্ছে। করোনা আক্রান্তের নমুনা সার্স কোভ ২ জিনোমিক্স কনসর্টিয়ামের পরীক্ষাগারে পাঠাতে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দেওয়া হয়েছে।
 

Advertisement

TAGS:
Advertisement