scorecardresearch
 

School Student Death Rajasthan Dausa: স্কুলেই হাঁটতে হাঁটতে পড়ে গেল দশম শ্রেণির ছাত্র, তারপর মৃত্যু, ধরা পড়ল CCTV-তে

School Student Death Rajasthan Dausa: আসলে, বান্দিকুইয়ের কাছে পণ্ডিতপুরা গ্রামের কিশোর যতেন্দ্র উপাধ্যায় জ্যোতিবা ফুলে সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ত। সে দশম শ্রেণির ছাত্র ছিল। এদিন পিঠে ব্যাগ নিয়ে ক্লাসরুমে যাওয়ার সময় গ্যালারিতে অজ্ঞান হয়ে পড়ে যান তিনি।

Advertisement
স্কুলের লবিতে হাঁটছিল, হঠাৎ পড়েই মরে গেল দশম শ্রেণির ছাত্র,  CCTV-তে বন্দি হল দৃশ্য স্কুলের লবিতে হাঁটছিল, হঠাৎ পড়েই মরে গেল দশম শ্রেণির ছাত্র, CCTV-তে বন্দি হল দৃশ্য

রাজস্থানের দৌসায়, দশম শ্রেণিতে অধ্যয়নরত এক ছাত্র স্কুলে যাওয়ার সময় হঠাৎ নীচে পড়ে মারা যায়। এই ঘটনা সিসিটিভিতে ধরা পড়েছে। মাটিতে লুটিয়ে পড়লে ওই ছাত্রকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ছাত্রের মৃত্যুর পর পরিবারের সদস্যদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়।

আসলে, বান্দিকুইয়ের কাছে পণ্ডিতপুরা গ্রামের কিশোর যতেন্দ্র উপাধ্যায় জ্যোতিবা ফুলে সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ত। সে দশম শ্রেণির ছাত্র ছিল। এদিন পিঠে ব্যাগ নিয়ে ক্লাসরুমে যাওয়ার সময় গ্যালারিতে অজ্ঞান হয়ে পড়ে যান তিনি।

ছাত্র অজ্ঞান হয়ে পড়লে বিদ্যালয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্কুলের কর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে বান্দিকুই হাসপাতালে পাঠায়, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। চিকিৎসকরা সিপিআর দিলেও সফল হননি।

আরও পড়ুন

দশম শ্রেণির ছাত্র যতেন্দ্রের মৃত্যুর পরে, পরিবার মৃতদেহের ময়নাতদন্ত করতে অস্বীকার করেছিল, যার কারণে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ছাত্রের মৃত্যু হয়েছে। ডাক্তাররা যখন ছাত্র যতেন্দ্রের চিকিৎসার ইতিহাস খুঁজে বের করেন, তখন জানা যায় যে চার বছর আগে হৃদযন্ত্রের সমস্যায় জয়পুরে ভর্তি হয়েছিলেন তিনি। এমতাবস্থায় ওই শিক্ষার্থী আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন।

 

Advertisement