scorecardresearch
 

'কোনও অন্যায় করিনি, নিজেই আসব পুলিশের সামনে', নয়া ভিডিওয় দাবি দীপ সিধুর

প্রজাতন্ত্র দিবসে (Republic Day) দিল্লির (Delhi) ঘটনায় প্রধান অভিযুক্ত পঞ্জাবী অভিনেতা দীপ সিধুর (Deep Sidhu) আরও একটি ভিডিও প্রকাশ্যে এল। ভিডিওতে সিধুর দাবি, তিনি কোনও অন্যায় করেননি। একইসঙ্গে দুই দিন পর নিজেই পুলিশের সামনে হাজির হবেন বলেও জানিয়েছেন দীপ। ভিডিওতে দীপ সাফ জানিয়েছেন, যেহেতু তিনি কোনও ভুল করেননি তাই তাঁর কোনও ভয় নেই। তিনি ঘটনায় বিভিন্ন তথ্য প্রমাণ যোগার করছেন, দুই দিন পর পুলিশের সামনে উপস্থিত হবেন। একইসঙ্গে অভিনেতার আবেদন, তদন্তকারী সংস্থা তাঁর পরিবারকে যেন হয়রান না করে। 

Advertisement
দীপ সিধু দীপ সিধু
হাইলাইটস
  • 'অন্যায় করিনি, তাই ভয় নেই'
  • 'তদন্তকারী সংস্থা পরিকারকে যেন হয়রান না করে'
  • নতুন ভিডিওয় বললেন দীপ সিধু


প্রজাতন্ত্র দিবসে (Republic Day) দিল্লির (Delhi) ঘটনায় প্রধান অভিযুক্ত পঞ্জাবী অভিনেতা দীপ সিধুর (Deep Sidhu) আরও একটি ভিডিও প্রকাশ্যে এল। ভিডিওতে সিধুর দাবি, তিনি কোনও অন্যায় করেননি। একইসঙ্গে দুই দিন পর নিজেই পুলিশের সামনে হাজির হবেন বলেও জানিয়েছেন দীপ। ভিডিওতে দীপ সাফ জানিয়েছেন, যেহেতু তিনি কোনও ভুল করেননি তাই তাঁর কোনও ভয় নেই। তিনি ঘটনায় বিভিন্ন তথ্য প্রমাণ যোগার করছেন, দুই দিন পর পুলিশের সামনে উপস্থিত হবেন। একইসঙ্গে অভিনেতার আবেদন, তদন্তকারী সংস্থা তাঁর পরিবারকে যেন হয়রান না করে। 

এর আগে একটি ফেসবুক ভিডিওতে দীপ বলেছিলেন, 'আমার বিরুদ্ধে লাগাতার মিথ্যা প্রচার করা হচ্ছে। এই পরিস্থিতিতে সত্য যোগার করা বিশেষ প্রয়োজন। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে, সেই বিষয়ে আমি প্রমাণ তুলে ধরব'। প্রসঙ্গত লালকেল্লার ঘটনায় সিধুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও লুকআউট নোটিশ জারি করেছে পুলিশ। 

কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন দীপ সিধু। ২৬ জানুয়ারি কৃষকদের ট্রাক্টর মিছিলকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিত এবং তারপরেই লালকেল্লায় আন্দোলনকারীরা তাঁদের পতাকা ওড়ান। অভিযোগ সিধুই আন্দোলনকারীদের লালকেল্লায় ঝান্ডা লাগানোর জন্য উস্কেছিলেন। তারপরেই দীপ সিধু ও লাক্কা সিধানার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে দিল্লি পুলিশ। আপাতত দীপের খোঁজে পুলিশের তল্লাশি জারি রয়েছে। 

 

Advertisement