আক্রান্তের সংখ্যা কমলেও সংক্রমণের হার এখনও উর্ধ্বমুখী। এই প্রেক্ষাপটে দিল্লিতে লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। করোনা সংক্রমণে রাশ টানতে লকডাউন থাকবে আগামী ২৪ মে পর্যন্ত।
রবিবার সাংবাদিকদের তিনি বলেন, "লকডাউন করে আমরা ভালো ফল পেয়েছি। কোভিড আক্রান্তের সংখ্যা হ্রাস পাচ্ছে। করোনা মোকাবিলায় এ ভাবে যতটা সাফল্য মিলেছে, তা আমরা হারাতে চাই না। যে কারণে আরও এক সপ্তাহের জন্য লকডাউনের মেয়াদ বাড়ানো হচ্ছে। আগামী ২৪ মে ভোর ৫টা পর্যন্ত এই লকডাউন কার্যকর থাকবে”।
শনিবারও দিল্লিতে নতুন করে ৬৪৩০ জন আক্রান্ত হন। তবে পজিটিভিটির হার শূন্যতে আনার কথা জানিয়েছে কেন্দ্র। তাই সংক্রমণ রুখতে লকডাউনেই আস্থা রাখছে দিল্লি প্রশাসন।
লকডাউনে থাকা দিল্লিতে গত কয়েকদিনে ধীরে ধীরে নেমেছে কোভিড গ্রাফ। পজিটিভিটি রেট নেমেছে ১১.৩২ শতাংশে। তবে শনিবারের রিপোর্ট বলছে করোনার জেরে শহরে মৃতের সংখ্যা শেষ ২৪ ঘণ্টায় পৌঁছেছে ৩৩৭ জনে।
দিল্লিতে সংক্রমণের হার এখন ১১.৩২ শতাংশে। চিকিৎসকেরা বলছেন, এই হার ৫ শতাংশে নামিয়ে নিয়ে আসতে হবে। কেজরিওয়াল বলেন, “আমরা আশাবাদী, আগামী সপ্তাহে পরিস্থিতি আরও ভালো হবে। তার আগে পর্যন্ত নিয়ন্ত্রণবিধি কার্যকর থাকবে”।